শেষ আপডেট: 10th September 2024 11:27
দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। সরানো হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব থেকেও। এবার পরিচালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। যৌন হেনস্থার অভিযোগ তোলা সেই অভিনেত্রীই করলেন এই এফআইআর।
সম্প্রতি তাঁর বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার সরাসরি এফআইআর দায়ের থানায়। এর জেরে পরিচালক আরও বিপাকে পড়তে পারেন বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে পরিচালকের বিরুদ্ধে। ওই এলাকারই একটি রিসর্টে শুটিং চলছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, সেখানেই ওই অভিনেত্রীকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। সেই অভিনেত্রী জানান, পরিচালক তাঁকে ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে প্রথমে কোলে বসান। তারপর চুমু খান। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন অরিন্দম শীল।
সম্প্রতি মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন ওই অভিনেত্রী। এরপর টলিউডের ডিরেক্টরস গিল্ডের তরফে অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে তিনি ক্ষমা চেয়ে মহিলা কমিশনকে একটি লিখিত চিঠিও লেখেন।
এ বিষয়ে অরিন্দম জানান, অভিনেত্রীর সঙ্গে সে রকম কিছুই করেননি তিনি। দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায়। তিনি যেহেতু নিজে একজন অভিনেতা তাই সেটে অভিনয় করে দেখান। যাতে অভিনেতা-অভিনেত্রীদেরও বুঝতে সুবিধে হয়। সেদিনও তিনি তাই করছিলেন।
পরিচালকের মতে, 'এই দৃশ্যটাই যখন দেখাতে গিয়েছি, তখন আমার মুখটা ওর গালে ছুঁয়ে যায়। সেটা নিয়েই বলা হচ্ছে আমি নাকি চুমু খেয়েছি। তবে যদি খারাপ লেগে থাকে, তাহলে তার জন্য তিনি দুঃখিত।'