শেষ আপডেট: 2nd December 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই অবসর ঘোষণা করেছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। যে কারণে কিছুটা চমকেই গিয়েছেন তাঁর ভক্তরা। মাত্র ৩৭ বছর বয়সে অভিনেতার এই আচমকা সিদ্ধান্ত নিয়ে কী বলছেন 'মিঠি ঝোরা' ধারাবাহিকের কলাকুশলীরা? খোঁজ নিল দ্য ওয়াল।
টুয়েলভথ ফেল সিনেমার পর বিক্রান্তের অভিনয় জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত অবাক করেছে অভিনেতা বিপ্লব দাশগুপ্তকেও। তিনি বলেন, 'এই ঘটনা আকস্মিক শুধু না। সিনেমাপ্রেমীদের জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জক। কারণ উনি এমন একজন অভিনেতা, বিশেষ করে টুয়েলভথ ফেল'-এর পর যে সিদ্ধান্ত তিনি নিলেন তা সত্যিই অবাক করেছে। নিশ্চয়ই কিছু ভেবেই এই সিদ্ধান্ত।'
২০০৭ সালে ডিজনির জনপ্রিয় ধারাবাহিক ধুম মচাও ধুম-এর মাধ্যমে অভিনয়ের জগতে আসেন বিক্রান্ত। এরপর বালিকা বধূ, ধর্মবীর এবং কবুল হ্যায়-এর মতো সিরিয়াল তাঁকে ঘরোয়া দর্শকদের মনে জায়গা করে দেয়। সেই তালিকায় ব্যাতিক্রম নন পৌষমিতাও। তাঁর কথায়, 'একেবারে শুরু থেকে যেভাবে তিনি কাজ করেছেন সেটা প্রশংসনীয়। শেখার মতো। আমার আক্ষেপ একটাই, সেই সুযোগটা আমরা অনেকেই হারালাম।'
রবিবার রাতে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে বিক্রান্ত জানান, তাঁর পরবর্তী ছবি 'জিরো সে রিস্টার্ট' হবে দর্শকদের সঙ্গে তাঁর শেষ সাক্ষাৎ। সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানালেও দেবাদ্রিতার ভাবলে খারাপই লাগছে আর সেই অনবদ্য অভিনয় দেখতে পাবেন না তিনি। তাঁর মতে, 'একজন অভিনেতা যখন অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই নিয়েছেন। আমি একজন ফ্যান গার্ল হিসেবে তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাই। কিন্তু খারাপ লাগছে আর তাঁর অভিনয় দেখার সুযোগ পাবো না।'
ধারাবাহিকের অভিনেতা সুমন, সুতীর্থ দু'জনেরই আক্ষেপ, এত তাড়াতাড়ি একজন দুর্দান্ত অভিনেতা অবসর নেবেন ভাবতে পারা যায় না। সুমন বলেন, 'শুনেছি আমির খানও অবসর ঘোষণা করবেন করবেন করছেন। এঁদের অনবদ্য অভিনয় আর দেখতে পারব না, সেটাই ভেবে খারাপ লাগছে।'
যার নাম শুনলেই বোঝা যায় সিনেমা সুপারহিট, তিনি আর অভিনয় করবেন না? ভাবতেই পারছেন না স্বপ্নিলা আর মৈনাকও।
বলিউডে এমন অনেকেই এসেছেন, যাঁরা রাতারাতি খ্যাতি পেয়েছেন। কিন্তু বিক্রান্ত মাসেরের গল্প আলাদা। ধাপে ধাপে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। অভিনয় জগৎ থেকে বিদায় নিলেও, তাঁর কাজ থেকে যে আগামী প্রজন্ম অনুপ্রেরণা পাবে, তা বলাই যায়।