শেষ আপডেট: 3rd March 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: তুমুল প্রেম ছিল তাঁদের। ইন্ডাস্ট্রিতে তাঁরা ছিলেন রাজজোটক। বিয়েও করেছিলেন বছর কয়েক আগে। তবে ২৩-এর গোড়ার দিকেই খবর ছড়িয়েছিল ছোটবেলার 'লাভি ডাভি' প্রেমের বিয়ে নাকি ভাঙছে। নায়ক-নায়িকা তো রেগে কাই! 'সব মিথ্যে' দাবি করে ঘোষণা করেছিলেন জেহাদ! তবে ২৪-এর শেষ থেকেই আবার এক গসিপ! শুধুই কি গসিপ? নিন্দুকরা বলছে, 'ডাল মে কিছু কালা হ্যায়', বা ধরুন সেই রঙ নীলও হতে পারে!
ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন ইদানিং নাকি সেই নায়কের সখ্য বেড়েছে তৃণমূলের প্রভাবশালী নেতার মেয়ের সঙ্গে। মোহিনী মায়ায় আচ্ছন্ন হয়ে মাঝেমধ্যেই সেই নারীর সঙ্গে দেখা যাচ্ছে নায়ককে। ওদিকে স্ত্রী আবার শিবরাত্রি পালন করেছেন ভক্তিভরে। মুখ টিপে হাসছে অন্তর্যামী। সহকর্মীরাই বলছেন, সবটাই শো-অফ।
ইন্ডাস্ট্রির অনেকেই বলেন, ওই জুটির বিয়েটাই নাকি ছিল চুক্তির। খানিকটা, 'সবে মিলি করি কাজ' গোছের। সব ঠিকই চলছিল। তব ওই যে 'মন মানে না'। সত্যিই কি বিচ্ছেদের দিকেই পা বাড়াবেন তাঁরা? নাকি তিক্ততা ভুলে, মোহ কাটিয়ে আবারও ফিরবেন ঘরে? উত্তর লুকিয়ে সময়ের হাতে। এই মুহূর্তে স্বামী-স্ত্রী দু'জনের হাতেই রয়েছে কাজ। ভাঙাগড়ার দুনিয়ায় কেরিয়ারে তাঁরা ফোকাসড। কোন জুটি? চিনতে পারছেন কি?