শেষ আপডেট: 17th October 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে এক বছর পূর্ণ হল জিতের ছেলের। ধুমধাম করে পালন করা হল জন্মদিন। আমন্ত্রিতের তালিকায় ছিলেন বলিউডের নায়িকারা। দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিকদের। তার অনেক ছবি ভিডিও ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শেয়ার করা ছবি ভিডিওতে দেখা গেল, ছোট্ট রোনাভের জন্য আনা হয়েছে টু টায়ারের কেক। জিতের পরনে রয়েছে লাল রঙের পাঞ্জাবি। একরত্তিকে কোলে দেখা যাচ্ছে। পাশেই রয়েছে স্ত্রী মোহনা। তাঁকে দেখা যাচ্ছে সোনালি রঙের শাড়িতে। ফটো অ্যালবামে দেখা গিয়েছে জিৎ-কন্যা নভন্যারও। জিতের কোলে থেকেই প্রথম জন্মদিনের কেক কাটল ছোট্ট রোনাভ।
প্রচুর ছবি আর ভিডিওর মধ্যে একটি ছবিতে দেখা গেল জিতের স্ত্রীর সঙ্গে ছবি তুলছেন কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত ও সুস্মিতা চট্টোপাধ্যায়। সেখানেই দেখা গিয়েছে কোয়েলকে। তাঁকে হলুদ শাড়িতে দেখা গিয়েছে। জিত কোয়েলের অন স্ক্রিন কেমিস্ট্রি তো দর্শকদের নজর কাড়তই। এবার তাঁদের একসঙ্গে দেখতে পেয়ে সেই আগের দিনের কথা মনে পড়ে গেল নেটিজেনদের।
এত লম্বা কেরিয়ারে কোয়েলকে কখনওই কোনো বিতর্কে জড়াতে দেখা যায়নি। তার মিষ্টি হাসিতেই কেড়েছেন দর্শকের মন। কয়েকদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। কবীরের ৫ বছর হওয়ার আগেই বাড়িতে আসছে নতুন সদস্য। ছোট্ট রোনাভের জন্মদিনের ভিডিওতে দেখা গেল, শাড়ির আঁচল ছেড়ে বেবিবাম্প ঢেকে রেখেছেন কোয়েল। এক কথায় গোটা পার্টিতে নজর কেড়েছেন তিনি।
এদিকে, মেয়ে নভন্যার ১১ বছর হতেই বাবা হন জিৎ-মোহনা। ২০২৩ সালের ১৬ অক্টোবর জন্ম হয়েছিল রোনাভের। এক বছর হতেই বড় করে অনুষ্ঠান করে পালন করা হল জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টগুলিতে ইতিমধ্যেই প্রচুর লাইক আর কমেন্ট হয়েছে।