শেষ আপডেট: 12th January 2025 13:39
নিজস্ব সংবাদদাতা: শাহরুখ খান বলেছিলেন, 'হার কর জিতনে ওয়ালো কো বাজিগর কহতে হ্যায়'...বাস্তবে এই বাজিগরদের দেখা মেলে কি? প্রশ্ন যদি এইটা হয়, তবে উত্তর হবে হ্যাঁ। কারণ, ট্রেন্ড বলছে, এই মুহূর্তে যদি টলিপাড়ার 'বাজিগর' কেউ হয়ে থাকেন তিনি দেব, দ্য সুপারস্টার। অথচ কেরিয়ারের এত বছর পার করেও আজও তাঁকে বিদ্ধ হতে হয় ট্রোলিংয়ে। 'তোতলা' ট্যাগ নিয়েই কাটিয়ে দিয়েছেন বহু বছর। এবার এ নিয়েই মুখ খুললেন অভিনেতা।
প্রেমিকা রুক্মিণী মৈত্র অভিনীত 'নটী বিনোদিনী'র বায়োপিকের ট্রেলার লঞ্চে হাজির ছিলেন দেব। রুক্মিণীকে পর্দায় বিনোদিনী রূপে দেখে 'নানা মুনির নানা মত'। কটাক্ষই সিংহভাগ। এমনকি টলিউডও বিভক্ত। এক অভিনেত্রী তো ঘোষণাই করেছেন, বিনোদিনী এত শীর্ণকায়া ছিলেন না! এই সব নিয়ে রুক্মিণী যখন ধ্বস্ত হচ্ছে প্রতিনিয়ত, তখন মুখ খুললেন দেব। পাশে দাঁড়ালেন প্রেমিকার।
তিনি বলেন, 'এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় যে যত বেশি পরিচিত হবে তত তাকে নিয়ে ট্রোল হবে। মানুষ কাজ করবে নাকি এই সবের উত্তর দেবে?" এখানেই না থেমে নিজের প্রসঙ্গও টেনে আনতে দেখা যায় তাঁকে। দেব বলেন, "আমার কাজের ১৯ বছর হল। আমার চেয়ে বেশি ট্রোল তো কেউ হয়নি। আমি কাউকে জবাব দিতে যাইনি। আমার কাজই আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছে। প্রথম ৫-৬ বছর কেউ পাত্তাই দেয়নি আমাকে। অভিনয় পারে না, তোতলা এই সব বলে পাশ কাটিয়ে দিয়েছে।"
তবু তিনি হাল ছাড়েননি। তারই ফল 'বুনোহাঁস', 'টেক্কা' বা হালফিলের 'খাদান'। ঠিক তেমনই রুক্মিণীকে নিয়ে আশাবাদী অভিনেতা। নিজেকে যেভাবে প্রতি মুহূর্তে ভাঙছেন রুক্মিণী, তাতে গর্বিত তিনি।
অন্যদিকে এর আগে দ্য ওয়ালকে রুক্মিণী নিজেই জানিয়েছিলেন, বিনোদিনী করতে গিয়ে ৫০ কেজি থেকে ওজন বাড়িয়ে ৬৯ কেজি হয়েছেন তিনি। এর কারণে নানা শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। আজও হচ্ছে। তবু তিনি হার মানেননি। যদিও জনতাই জনার্দন। আগামী ২৩ জানুয়ারি তাঁর ভাগ্য নির্ধারণের পালা। শেষ হাসি তিনি হাসবেন কিনা এখন সেটাই দেখার।