শেষ আপডেট: 2nd January 2025 17:15
স্টুডিওপাড়ার মন ভাল নেই। সকাল বেলাতেই মিলেছে খারাপ খবর। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর এ দিন আরজি করে প্রয়াত হয়েছেন পরিচালক অরুণ রায়। টেকনিশিয়ান স্টুডিও ও পরিচালকের নাড়ির টান। সম্পর্কে সেই বহু বছরের। মৃত্যুর পর তাই তাঁর মরদেহ নিয়ে আসা হয় টেকনিশিয়ান স্টুডিওতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় জমতে থাকে স্টুডিও পাড়ায়।
তনুশ্রী চক্রবর্তী থেকে শুরু করে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি-- হাজির হন সকলেই। হঠাৎই বুক ফাটা কান্নায় আওয়াজ। হাজির অভিনেত্রী সৃজা দত্ত। পরিচালক অরুণ রায়ের হাত ধরেই টলিউডে ডেবিউ হয়েছিল তাঁর। অরুণ রায় নেই শুনেই ছুটে আসেন সৃজা। চোখ দিয়ে জল পড়তে থাকতে ক্রমাগত।
ক্রমে হাজির হন দেব-রুক্মিণীও। থমথমে মুখ, চোখের কোনায় কালি। শববাহী যানে অরুণ রায় শুয়ে রয়েছেন। অনেক কষ্টের পর মুখে চিরনিন্দ্রার প্রশান্তি। গাড়ির কাচ ধরে অঝোরে কাঁদতে শুরু করেন রুক্মিণী। সংবাদমাধ্যমে সঙ্গে কথা না বলেই কান্না লুকোতে দূরে সরে যান দেব।
খাঁটি মানুষ ছিলেন অরুণ রায়-- টলিপাড়ার বিভিন্ন কোণা আজ সে কথাই বলছে ক্রমাগত। দেব আগেই বলেছিলেন, তিনি যেন খাঁটি সোনা। 'বাঘাযতীন' ছবির সময় একসঙ্গে বহু সময় কাটিয়েছেন তাঁরা। আজ যদিও সবই স্মৃতি। কোলাজ সেনগুপ্ত, কিঞ্জল নন্দ আজ সবার চোখেই জল। ভিড়ের মধ্যে অভিমান উগরে দিলেন অনেকেই--- 'নিজের একেবারে যত্ন নিতেন আন অরুণদা। এত সিগারেট খেতেন।'
দীর্ঘ সময় ধরেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন অরুণ রায়। বুকে জল জমে। শেষের কয়দিন রাখা হয়েছিল বাইপ্যাপ সাপোর্টে। বুধবার রাত থেকেই অবস্থা বেশ খারাপ হতে শুরু করে। অবশেষে এ দিন ভোরবেলাই নিভে গেল অরুণ রায়ের জীবন-জ্যোতি। স্টুডিওপাড়ায় আজ শুধুই অন্ধকার।