শেষ আপডেট: 26th February 2024 20:55
দ্য ওয়াল ব্যুরো: খেলতে গিয়ে হেনস্থার শিকার হতে হল অভিনেতা বিশ্বনাথ বসুর দুই ছেলেকে। বিশ্বনাথের স্ত্রী দেবিকা জানিয়েছেন, তাঁর দুই ছেলের সঙ্গে অভব্য আচরণ করেন তাঁদেরই এক প্রতিবেশীর। বাচ্চাদের হাত মুচকে দেন তিনি। জিভ দিয়ে চেটে চেটে প্রস্রাব পরিষ্কার করতে বলেন। হুমকি দিয়ে ভয়ও দেখান। তাঁর দুই ছেলেই ভয়ানক ট্রমায় আছে বলে জানিয়েছেন দেবিকা। থানায় ওই প্রতিবেশীর নামে লিখিত অভিযোগও দায়ের করেছেন তাঁরা।
ঘটনা রবিবারের। বিশ্বনাথ-দেবিকার দুই ছেলে—হিমায়ন ও বিশ্বায়ন। হিমায়নের বয়স ৮ বছর, বিশ্বায়নের ১৩। দেবিকা বলছেন, তাঁদের বাড়ির সামনেই খেলার মাঠ আছে। গতকাল দুই ছেলেই সেখানে খেলতে গিয়েছিল। বিশ্বনাথ ও দেবিকা তখন বাড়িতে ছিলেন না। একটি অনুষ্ঠানের জন্য বইরে ছিলেন। খেলার সময় ছোট ছেলে হিমায়নের হঠাৎ বাথরুম যাওয়ার প্রয়োজন পড়লে সে কাছেই একটি ফ্ল্যাটবাড়িতে যায়। তাড়াহুড়োয় ফ্ল্যাটের উল্টো দিকের এটি নালির সামনে প্রস্রাব করে। সেটা দেখা মাত্রই ওই ফ্ল্যাটবাড়ির মালিক বেরিয়ে এসে হাত চেপে ধরেন হিমায়নের।
দেবিকার দাবি, ওই প্রতিবেশী ব্যক্তিটি তাঁর ছোট ছেলের হাত এমনভাবে চেপে ধরে যে যন্ত্রণায় কঁকিয়ে ওঠে সে। বাচ্চাটির হাত মুচড়ে দিয়ে সেই ব্যক্তি হুকুম দেয়, সেই প্রস্রাব যেন সে জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়। ভাইকে ছাড়াতে বড় ছেলে বিশ্বায়ন ছুটে আসে। সে এগিয়ে গিয়ে বলে ‘কাকু ওকে ছেড়ে দাও, ওর লাগছে’। ছোট ছেলে তখন বলে, ‘আমি জল দিয়ে ধুয়ে দেব, আমায় ছেড়ে দাও’। প্রতিবেশী ভদ্রলোক তখন বড় ছেলেকে হুকুম দেয়, ‘ভাই না পারলে তুই এই প্রস্রাব চেটে সাফ করে দিয়ে যা।’
ঘটনা দেখে পাড়ার লোকজন ছুটে এলে ওই প্রতিবেশীর সঙ্গে তাদের বচসা শুরু হয়ে যায়। বাচ্চাদুটো কাঁদতে থাকে। দেবিকা বলছেন, তাঁরা খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসেন। দুই ছেলেই খুব ভয় পেয়েছে। তাঁরা মারাত্মক ট্রমায় রয়েছে। ছোট ছেলের হাতে খুব যন্ত্রণা হচ্ছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছেন দেবিকা। তিনি জানান, হিমায়ন ক্লাস টু-তে পড়ে। এত ছোট ছেলেকে এমনভাবে হুমকি দিয়ে ভয় দেখানো হয়েছে যে সে আতঙ্কে রয়েছে। বাইরে বেরোতে ভয় পাচ্ছে। স্কুলে পরীক্ষা চলছে। এমন অবস্থায় হাতে ব্যান্ডেজ বেঁধেই কোনওরকমে পরীক্ষায় বসেছে সে। স্কুল পুরো ব্যাপারটা বুঝে তাঁদের পাশেই আছে। এলাকার লোকজনও তাঁদের সমর্থনে পাশে দাঁড়িয়েছে।
দেবিকার কথায়, ওই প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সেই সেই অভিযোগ তুলে নিতে বার বার চাপ দেওয়া হচ্ছে তাঁদের উপর। ওই প্রতিবেশী লোকটিকে তাঁরা তেমনভাবে চেনেন না। তাই গোটা পরিবার খুব ভয় ও আতঙ্কে আছে।