শেষ আপডেট: 27th September 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আজাদি স্লোগান তুলে ভাইরাল হয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রাজন্যা হালদার। এরপরই প্রচারের আলোয় আসেন তিনি। দলের তরফে দেওয়া হয় একাধিক দায়িত্বও। এবার সেই রাজন্যাই রুপোলি পর্দায়। শুধু তাই নয়। যে সিনেমায় রাজন্যাকে দেখা যাবে তার পটভূমি আরজি কর কাণ্ডের ওপর ভিত্তি করে।
ছবির পোস্টারে দেখা যাচ্ছে, মাথায় মুকুট, হাতে স্টেথো, গায়ে অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছেন রাজন্যা হালদার। মহালয়ার দিনই মুক্তি পেতে চলেছে ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। ছবিটি পরিচালনা করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী।
মোদ্দা কথা, তৃণমূল নেতার পরিচালনায়, অভিনয় করছেন তৃণমূল নেত্রী। যে কারণে শুরু হয়েছে চাপানউতোর। একটা বিচারাধীন বিষয় নিয়ে কী করে সিনেমা তৈরি হয়, সে নিয়েও নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলছেন, 'নির্যাতিতার নাম ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে'। কেউ বলছেন 'রাজনীতি করা চলছে'।
যদিও এক সংবাদমাধ্যমকে রাজন্যা জানিয়েছেন, রাজনীতির সঙ্গে এই ছবির কোনও সম্পর্ক নেই। প্রান্তিক এবং রাজন্যা, দু’জনেরই রাজনীতির পাশাপাশি একটা শিল্পী মন আছে। সেই কারণেই তাঁরা এই ছবি করছেন।
ছবির নির্মাতা প্রান্তিক খোলসা করে বলেছেন, কোনও রাজনৈতিক পক্ষ নিয়ে এই ছবি তৈরি করছেন না তিনি। বলেছেন, ছবির গল্প চারপাশের তিলোত্তমাদের গল্প। সে একজন নারীর গল্পও হতে পারে, আবার পুরুষের গল্পও হতে পারে।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে যায়। বিচারের দাবিতে পথে নেমেছেন রাজ্য তথা দেশের মানুষ। স্লোগান তুলেছেন ‘উই ডিম্যান্ড জাস্টিস’। স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট। ৩০ সেপ্টেম্বর সেই মামলার শুনানি শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।