শেষ আপডেট: 20th September 2024 19:28
দ্য ওয়াল ব্যুরো: আর জি করের ঘটনার প্রতিবাদে প্রায় ৪০ দিনের ওপর কর্মবিরতি চলার পর অবশেষে শনিবার থেকে কাজে ফিরতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। আংশিক ভাবে কাজে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে তাঁদের তরফে। কর্মবিরতি উঠছে, এই খবর জানার পর আন্দোলনে যুক্ত বেশ কয়েকজন পরিচিত মুখকে কটাক্ষ করে বসলেন এক তৃণমূল নেত্রী। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছিলেন এমন পরিচিত ইউটিউবার, অভিনেতাদের এক হাত নিলেন তিনি।
তৃণমূল নেত্রীর পোস্টে স্বস্তিকা মুখোপাধ্যায় হলেন স্বস্তির কাকিমা, অভিনেত্রী দেবলীনা দত্ত হলেন চটি বিক্রেতা দেবলীনা আবার বাঁকুড়া মিমসের উন্মেষ গাঙ্গুলি হলেন উনি মেষ। কর্মবিরতি উঠে যাওয়ার কথা শুনে তাঁরা নাকি বেজায় চটেছেন, পেয়েছেন দুঃখও। এমনটাই বলছেন তৃণমূল নেত্রী সিলভিয়া রিমি মুখার্জি। নিজের X হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন তিনি। নীরবতা পালনের আবেদনও করেছেন।
পোস্টের সমর্থনে মতামত পাওয়া গেলেও এটির বিরোধিতা করেছেন বেশিরভাগ মানুষ। আন্দোলন, প্রতিবাদ ব্যক্তিগত বিষয়। সেখানে কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা মেনে নেননি অনেকেই। কমেন্টে জানিয়েওছেন তাঁরা। একজন কমেন্টে লেখেন, 'দুঃখ তাঁদের হচ্ছে, যাঁরা অভয়ার পাশে আছেন, আর আনন্দ তাঁদের হচ্ছে যাঁরা এদের ভয় পেয়েছেন।' কয়েকজন পোস্টদাতাকে সতর্কও করেন।
এ বিষয়ে মুখ খুলতে চাননি বিখ্যাত ইউটিউবার উন্মেষ গাঙ্গুলি। তিনি স্পষ্ট জানালেন, 'কোনও মতামত এব্যাপারে তাঁর নেই।' অন্যদিকে, বং গাইয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।