Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Tiyasha Lepcha

বারেবারে রটেছে বিচ্ছেদের গুঞ্জন, সোহেলের মাকে নিয়ে বড় মন্তব্য তিয়াসার!

বিশেষ দিনে তিয়াসা ও সোহেলের সঙ্গেই জন্মদিন পালন করেছেন লোপা দত্ত। একসঙ্গে খেতে গিয়েছেন। কেক কেটেছেন। এখানেই শেষ নয়!

বারেবারে রটেছে বিচ্ছেদের গুঞ্জন, সোহেলের মাকে নিয়ে বড় মন্তব্য তিয়াসার!

সোহেলের মাকে নিয়ে বড় মন্তব্য তিয়াসার!

শেষ আপডেট: 4 July 2025 11:11

দ্য ওয়াল ব্যুরো: সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিয়াসা লেপচা! কখনও ব্রেকআপ আবার কখনও চুটিয়ে প্রেমের মধ্যেই কেটে গেল বেশ কিছুটা সময়। এরই মধ্যে আবার শোনা গিয়েছিল তাঁরা নাকি বিয়ে করছেন! এও শোনা গিয়েছিল সোহেলের মায়ের সঙ্গে নাকি সম্পর্ক ভাল নেই তিয়াসার! রটনার সীমা নেই। কথায় বলে, ঘটে বলেই রটে! সত্যিই কি তাই? সোহেলের মায়ের জন্মদিনেই পরিষ্কার হয়ে গেল সবটা।

বিশেষ দিনে তিয়াসা ও সোহেলের সঙ্গেই জন্মদিন পালন করেছেন লোপা দত্ত। একসঙ্গে খেতে গিয়েছেন। কেক কেটেছেন। এখানেই শেষ নয়! হবু শাশুড়িকে নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে এক ভালবাসার বার্তাও দিয়েছেন তিয়াসা। ঝামেলা-অশান্তির গুঞ্জনকে নস্যাৎ করে লোপাদেবীকে তকমা দিয়েছেন 'দুনিয়ার সেরা মা'। জানিয়েছেন, তিনি তাঁর কাছে সবসময়ই প্রিয়। তিয়াসার অতীত যে কোনওভাবেই সোহেলের পরিবারে বাধা নয়, ছবিগুলি দিচ্ছে সে প্রমাণই।

May be an image of 2 people and text that says "១ ሀከኢፈ ance THE THE BEST IN TOWN CUISINE Tastes"

তিয়াসার প্রথম স্বামী সুবান রায়। অভিনয়ের সুবাদেই দু'জনের আলাপ। বিয়েও খুবই ছোট বয়সে। একসঙ্গে কেরিয়ার গড়া শুরু করলেও আজ তাঁরা আলাদা। বছর দুয়েক আগেই তাঁদের আইনি বিচ্ছেদ হয়েছে। সুবানের সঙ্গে সম্পর্ক ভাঙার বেশ কিছু দিন পর সোহেলের সঙ্গে প্রেম হয় তিয়াসার। যদিও মাঝে আবার ব্রেকআপও হয়ে যায় তাঁদের। ফের জোড়া লাগে সম্পর্ক।

সম্প্রতি শোনা যায়, এ বছরের শেষের দিকে নাকি বিয়ে করছেন তাঁরা? সত্যিই কি তাই? জানতে দ্য ওয়াল যোগাযোগ করেছিল তিয়াসার সঙ্গে। তিনি বলেছিলেন, "আমাদের বিয়ে! একেবারেই নয়। এখনও কত কাজ করা বাকি আছে। সবে তো দু'জনেই কেরিয়ার শুরু করেছি। এই বছর কেন, আগামী বছরেও বিয়ের প্ল্যানিং নেই। দু'জনেই এত ব্যস্ত  থাকি, দেখা হওয়ারও সময় নেই। সেখানে বিয়ে এখন কোনওভাবেই নয়।"

May be an image of 3 people and text that says "THE BEST TOWN CUISINE IN Tastes Tastesc of India !! be Revered Tonοy'ω Sueelal tart"

অন্যদিকে সোহেলেরও একই মত। বিয়েতে এখনও রাজি নন তিনি। বলেছিলেন, "ওকে কাজ করতে হবে। আমাকে কাজ করতে হবে। এখনও অনেক কিছু করা বাকি। বিয়ে মানেই তো দাঁড়ি পড়ে যাওয়া"। উল্লেখ্য, তিয়াসার সঙ্গে সোহেলের আলাপ হয় জিমে। প্রথম দেখাতেই ভাল লাগা। সেই প্রেম চলছে জোর কদমে। আগামী দিনে এই সম্পর্কের কী পরিণতি হয় এখন সেটাই দেখার। 


ভিডিও স্টোরি