শেষ আপডেট: 10th March 2025 16:48
দ্য ওয়াল ব্যুরো: প্রেম করছেন সোহেল দত্ত ও তিয়াসা লেপচা। সম্পর্ক ভেঙেছিল একবার, তবে নিজেরাই সেই সম্পর্ক আবার জুড়েছেন এই বছরের শুরুতেই। দ্য ওয়ালকেই প্রথম তিয়াসা জানিয়েছিলেন এই 'প্যাচ আপ'-এর কথা! প্রশ্ন হল, প্রেম তো করছেন, কিন্তু বিয়ে? সেদিকে কী পা বাড়াবেন এই লাভ বার্ডস?
শহরের এক ক্রিকেট টুর্নামেন্টে সম্প্রতি হতে হাত ধরে এসেছিলেন তাঁরা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায় তাঁদের। বিয়ে নিয়ে প্রশ্ন করতেই সোহেল বলেন,"ওকে কাজ করতে হবে। আমাকে কাজ করতে হবে। এখনও অনেক কিছু করা বাকি। বিয়ে মানেই তো দাঁড়ি পড়ে যাওয়া"।
খানিক যেন সোহেলকে সামলে নেন তিয়াসা। বলেন, 'আসলে বিয়ে মানে তো দায়িত্ব বাড়া'। ওদিকে সোহেলকে থামানো বড় দায়! ফের বলে বসেন, "ও খুব এক্সপেনসিভও। তাঁকে মেনটেন করার জন্য, সেই লেভেলের হতে হবে। সেই জায়গায় যেতে হবে। তারপর ভাবা যাবে।"
অতীতে বিয়ে করেছিলেন তিয়াসা। খুব ছোট্ট বয়সেই মালা দিয়েছিলেন সুবান রায়কে। যদিও বছর দুয়েক হল সেই বিয়ে ভেঙেছে। দু'জনের আর কোনও যোগাযোগ নেই। তিয়াসার সঙ্গে সোহেলের আলাপ হয় জিমে। প্রথম দেখাতেই ভাল লাগা। মাঝে অশান্তি হলেও আজ তাঁরা খুশি, আছেন ভালবাসায়। আগামী দিনে এই সম্পর্কের কী পরিণতি হয় এখন সেটাই দেখার।