শেষ আপডেট: 29th July 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের জন্য দিল্লি আদৌ কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। মূলত নির্ভয়া কাণ্ড এবং তার পর থেকে একাধিক এমন ঘটনা প্রকাশ্যে এসেছে যাতে শিহরিত হয়েছে গোটা দেশ। এবার এমনই এক ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন বলিউডের স্বনামধন্য বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। তিনি বলেছেন, এই ঘটনা সারা জীবনের জন্য তাঁর মনে দাগ কেটে দিয়েছে।
তিলোত্তমা জানান, একবার শীতকালের এক রাতে দিল্লিতে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ে তাঁর সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় যাতে ৬ জন ছিল। তিনি দেখেই বুঝেছিলেন তারা সকলেই মদ্যপ। তাই গাড়ির থেকে কিছুটা দূরে সরে গেছিলেন সঙ্গে সঙ্গেই। তবে অভিনেত্রী জানান, গাড়িটি তার পিছু নেয় এবং ভিতর থেকে ছোট পাথরের কুচিও তাঁর দিকে ছুড়ে মারে। এরপরই ভয় পেয়ে কার্যত রাস্তার মাঝে এসে দাঁড়ান তিলোত্তমা। কোনওভাবে যদি অন্য বাস বা গাড়ি পাওয়া যায়।
মারাত্মক ঘটনাটি ঘটে এরপরই। বাঙালি অভিনেত্রীর কথায়, এই অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি একটি গাড়ি আসতে দেখেন যাতে 'ডক্টর' সাইন লাগানো ছিল। একজন চিকিৎসকের গাড়িতে ওঠা বুদ্ধিমানের কাজ হবে ভেবে সেই গাড়িটিকেই থামিয়ে তাঁর থেকে সাহায্য চান তিনি। গাড়ির চালক তাঁকে আশ্বস্ত করেন। কিন্তু এরপর যে ঘটনা ঘটে তার জন্য তিলোত্তমা এখনও ভয় পান।
অভিনেত্রী বলেছেন, চালকের পাশের আসনেই বসে ছিলেন তিনি। গাড়িটি কিছুদূর যাওয়ার পরই হঠাৎ চালক তার প্যান্টের চেন খুলে ফেলে এবং তাঁর হাত চেপে ধরে নেয়! কয়েক সেকেন্ডের জন্য রীতিমতো নির্বাক হয়ে গেছিলেন তিলোত্তমা। তারপর সম্বিত ফিরে পেতেই গাড়ির চালককে মারেন তিনি। তারপর গাড়ি থেকে নামিয়ে দেওয়ার জন্য চিৎকার করেন। এরপরই চালক তাকে নামিয়ে দেন।
অভিনেত্রীর কথায়, ওই ঘটনাটি ঘটে গেছে অনেক বছর হল, কিন্তু তিনি তা কোনও দিনই ভুলতে পারবেন না। আজও এই ঘটনার কথা মনে পড়লে তিনি আতঙ্কিত হন। তবে এও জানান, প্রতিটি মেয়ের উচিত এমন ঘটনার সম্মুখিন হলে এইভাবে ভয় না পেয়ে প্রতিবাদ করা।