৩ সুপারস্টার ফিরিয়ে দেন ‘হাম তুম’-এর প্রস্তাব। শেষমেশ সইফ আলি খানকে নিয়ে তৈরি হয় ব্লকবাস্টার ছবি, যা তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার।
'হাম তুম’
শেষ আপডেট: 17 May 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘হম তুম’। প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত সেই ছবিতে সইফ আলি খান ও রানি মুখার্জির অভিনয় দর্শকের মন কাড়ে। সমালোচনামূলক প্রশংসার পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সফল হয়। কিন্তু জানেন কি, এই ছবিতে সইফ ছিলেন নির্মাতাদের শেষ পছন্দ?
সম্প্রতি রেডিও নশায় এক সাক্ষাৎকারে পরিচালক কুনাল কোহলি জানালেন, সইফের আগে ‘হম তুম’-এর মুখ্য চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল হৃতিক রোশন, আমির খান এবং বিবেক ওবেরয়কে।
এর পর প্রস্তাব দেওয়া হয় আমির খানকে। কিন্তু তখন রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের কারণে আমির নিজেই জানিয়ে দেন, তিনি চিত্রনাট্য শুনতেও প্রস্তুত নন। শেষে বিবেক ওবেরয়ের কাছে যায় প্রস্তাব। তিনি প্রথমে তারিখও দিয়ে দেন, কিন্তু পরে তা বাতিল করেন। পরে তিনি চিত্রনাট্যে বদল চেয়ে বসেন, যা নির্মাতারা মানতে রাজি হননি। তখনই আদিত্য চোপড়া পরামর্শ দেন, সইফ আলি খানের কথা ভাবতে।
“আদি (আদিত্য চোপড়া) বলল, ‘সইফের কথা ভাবছ না কেন?’ তখন আমি ওকে ছবির প্রতিটি দৃশ্যে কল্পনা করলাম। মনে হল দুর্দান্ত হবে। বাকিটা ইতিহাস,” বলেন কুনাল কোহলি। ‘হম তুম’ পরিণত হয় একটি ব্লকবাস্টার ছবিতে। প্রেম, সম্পর্ক আর কেমেস্ট্রিকে ছুঁয়ে যাওয়া এই ছবি সইফকে এনে দেয় জাতীয় পুরস্কার, আর ছবির গ্লোবাল বক্স অফিস কালেকশন ছিল ৪১.৩৮ কোটি টাকা।