Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মোদী-কার্নি বৈঠকে গলল বরফ, ভারত-কানাডা সম্পর্কের পুনরুদ্ধারের ইতিবাচক বার্তা কূটনৈতিক মহলেমোহনবাগানের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, নতুন ফুটবলার নিতে বাধা নেই আরইজরায়েলি হামলায় তছনছ ঘনিষ্ঠ বৃত্ত, ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন আয়াতোল্লাহ খামেনিএখনই নিকেশ নয় খামেনিকে, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পেরকসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে আত্মঘাতী বৃদ্ধ? মিলল 'সুইসাইড নোট'! কী লেখা তাতে?'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'কসবায় ট্যাংরা-কাণ্ডের ছায়া! একই ফ্ল্যাট থেকে উদ্ধার তিনজনের দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য১ জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ, রাজ্যকে হাইকোর্ট১৮ বছর পর আবার যুদ্ধের আবহে বলিউড, ফটো সেশনে 'বর্ডার ২' ছবির তারকারা, কারা থাকছেন?ডিএ মেটাতে ঋণের পথে নবান্ন?
Saif Ali Khan - 'Hum Tum'

বলিউডের ৩ তারকা ফিরিয়ে দেন পরিচালক কুণালকে, রাজি হন সইফ, তৈরি হয় ব্লকবাস্টার 'হাম তুম'

৩ সুপারস্টার ফিরিয়ে দেন ‘হাম তুম’-এর প্রস্তাব। শেষমেশ সইফ আলি খানকে নিয়ে তৈরি হয় ব্লকবাস্টার ছবি, যা তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার।

বলিউডের ৩ তারকা ফিরিয়ে দেন পরিচালক কুণালকে, রাজি হন সইফ, তৈরি হয় ব্লকবাস্টার 'হাম তুম'

'হাম তুম’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘হম তুম’। প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত সেই ছবিতে সইফ আলি খান ও রানি মুখার্জির অভিনয় দর্শকের মন কাড়ে। সমালোচনামূলক প্রশংসার পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সফল হয়। কিন্তু জানেন কি, এই ছবিতে সইফ ছিলেন নির্মাতাদের শেষ পছন্দ?

সম্প্রতি রেডিও নশায় এক সাক্ষাৎকারে পরিচালক কুনাল কোহলি জানালেন, সইফের আগে ‘হম তুম’-এর মুখ্য চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল হৃতিক রোশন, আমির খান এবং বিবেক ওবেরয়কে।


প্রথমে যোগাযোগ করা হয়েছিল হৃতিক রোশনের সঙ্গে। কুনালের কথায়, “হৃতিক বলেছিলেন, ‘চিত্রনাট্যটা দারুণ লেগেছে, কিন্তু আমি এটা করতে পারব না। মানসিকভাবে প্রস্তুত নই। এক–দু’বছর অপেক্ষা করতে পারবে? আমার কয়েকটা ছবি মুক্তি পাক, তার পর ভাবব।’ ও জানত, সামনে ওর কিছু ছবি চলবে না। ওর মধ্যে দ্বিধা ছিল, আত্মবিশ্বাসের অভাব ছিল। সে কোনও অজুহাত দিচ্ছিল না, বরং খুব সততা দেখিয়েছিল।”

এর পর প্রস্তাব দেওয়া হয় আমির খানকে। কিন্তু তখন রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের কারণে আমির নিজেই জানিয়ে দেন, তিনি চিত্রনাট্য শুনতেও প্রস্তুত নন। শেষে বিবেক ওবেরয়ের কাছে যায় প্রস্তাব। তিনি প্রথমে তারিখও দিয়ে দেন, কিন্তু পরে তা বাতিল করেন। পরে তিনি চিত্রনাট্যে বদল চেয়ে বসেন, যা নির্মাতারা মানতে রাজি হননি। তখনই আদিত্য চোপড়া পরামর্শ দেন, সইফ আলি খানের কথা ভাবতে।

“আদি (আদিত্য চোপড়া) বলল, ‘সইফের কথা ভাবছ না কেন?’ তখন আমি ওকে ছবির প্রতিটি দৃশ্যে কল্পনা করলাম। মনে হল দুর্দান্ত হবে। বাকিটা ইতিহাস,” বলেন কুনাল কোহলি। ‘হম তুম’ পরিণত হয় একটি ব্লকবাস্টার ছবিতে। প্রেম, সম্পর্ক আর কেমেস্ট্রিকে ছুঁয়ে যাওয়া এই ছবি সইফকে এনে দেয় জাতীয় পুরস্কার, আর ছবির গ্লোবাল বক্স অফিস কালেকশন ছিল ৪১.৩৮ কোটি টাকা।


ভিডিও স্টোরি