শেষ আপডেট: 14th April 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির নতুন বাংলা বছর শুরু, নতুন বাংলা ক্যালেন্ডার, নতুন জামা, নতুন আশায় পথ চলা শুরু। এ বছর সেই পয়লা বৈশাখে বাঙালিদের জন্য আরও এক চমকপ্রদ উপহার আসছে। বাংলার তিন ঘরের মেয়ে ঘরে ফিরছেন। প্রায় ৫০ বছর আগে তাঁরা বম্বে পাড়ি দিয়েছিলেন, নতুন বছরে তাঁরা তিনজনেই বহু বছর পর বাংলা ছবিতে কামব্যাক করলেন।
মৌসুমী চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর ও রাখী গুলজার। এই তিন কন্যের বাংলা ছবিতে ফেরায় যেন স্বর্ণযুগও ফিরে এল টলিউডে। নতুন বাংলা ছবিতে পুরনো মুখেরাই এবার কেন্দ্রীয় চরিত্রে। তাঁদের উপরই নির্ভর করছে বক্সঅফিস সাফল্য। পুরনো চাল কতটা ভাতে বাড়ে, সেটাই এখন দেখার!
১১ই এপ্রিল মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুর অভিনীত 'পুরাতন'। প্রায় ১৪ বছর পর, সুমন ঘোষের ‘পুরাতন’-এর মাধ্যমে বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা ঠাকুর। শেষ তাঁকে 'অন্তহীন' ছবিতে দেখা গেছিল ২০০৯ সালে। এক ডিমেনশিয়া আক্রান্ত মায়ের চরিত্রে মন জয় করে নিয়েছেন 'কাশ্মীর কী কলি'।
অন্য দিকে প্রায় এক যুগ পর বাংলা ছবি ‘আড়ি’তে অভিনয় করলেন মৌসুমী চট্টোপাধ্যায়। পরিচালক জিৎ চক্রবর্তী। মা ও ছেলের সম্পর্কের গল্পে মায়ের চরিত্রে মৌসুমী চট্টোপাধ্যায় আর ছেলের চরিত্রে রয়েছেন যশ দাশগুপ্ত। দর্শকরা অন্য যশকে আবিষ্কার করবেন 'আড়ি'তে। আর এক দিকে অদিতি নামে একজন গল্পকারের ভূমিকায় থাকছেন নুসরত জাহান। তবে ছবির মুখ্য আকর্ষণ মৌসুমীই। এই ছবিতেও মা মৌসুমী ডিমেনশিয়া আক্রান্ত। মৌসুমীর জমাটি সংলাপই ছবির আসল ইউএসপি। ‘আড়ি’ মুক্তি পাবে ২৫ এপ্রিল।
‘আমার বস'-এর হাত ধরে বহু বছর পর ফের বাংলা ছবিতে এলেন রাখী গুলজার। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। শিবপ্রসাদ এই ছবিতে রাখীর ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী ৯ মে রিলিজ করবে 'আমার বস'। ১১ মে মাতৃদিবস, তার আগে ছবি মুক্তি পেলে সবাই পরিবারের সঙ্গে ছবিটি দেখতে পারবেন।
নতুন প্রজন্মর সঙ্গে বয়স্ক মানুষদেরও টার্গেট দর্শক ধরা হচ্ছে এই তিনটি ছবির জন্য। স্বর্ণযুগের তিন নায়িকার বাংলায় ফেরা বক্স অফিসে কতটা লক্ষ্মীলাভ ঘটায়, সেটাই এখন দেখার।