শেষ আপডেট: 10th March 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, 'সব ভাল তাঁর, শেষ ভাল যার'। এই প্রবাদ বাক্যই যেন সত্যি হয়েছিল গত বছরই। বড়দিনেই মাস্টারস্ট্রোক দিয়েছিলেন অভিনেতা-প্রযোজক দেব। এসেছিল 'খাদান'। আর মুক্তি পেতেই, বহুদিন পর হাসি ফুটেছিল প্রযোজক পরিচালকদের মুখে।
নতুন বছরের তিন মাস প্রায় কাটতে চলল। এখনও পর্যন্ত কোনও বাংলা ছবিই উল্লেখযোগ্য ব্যবসা করে উঠতে পারেনি। তবে ধামাকা শুরু হতে চলেছে বছরের মধ্যভাগ থেকে। একের পর এক মারকাটারি প্রজেক্ট। এ দিকে হিসেব বলছে এই অঘোষিত যুদ্ধ নাকি আবারও সেই দেব ও উইন্ডোজের মধ্যেই হতে চলেছে। ফিরতে চলেছে গালিগালাজের পাহাড়, মিম, আর ডিজিটাল হুমকি?
এ বছরের গোড়ার দিক। কোনও এক মঙ্গলবার। উইন্ডোজের অন্যতম প্রধান জিনিয়া সেন একটি স্ক্রিনশট শেয়ার করেন। ভুলে ভরা ফোনেটিক্স, ইংরেজিতে লেখা ওই স্ক্রিনশিটের তর্জমা করলে দাঁড়ায় তা আদপে এক হুমকি। হুমকি দেওয়া হয়েছে শিবপ্রসাদকে। এও বলা হয়েছে, 'দেবের ছবি রিলিজের একই দিনে, উইন্ডোজের কোনও ছবি রিলিজ করা যাবে না। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে! দেব ফ্যান পাওয়ারের প্রবল ক্ষমতা।' এরপরেই লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন জিনিয়া ও শিবপ্রসাদ। কিন্তু অঙ্ক বলছে, এই বছরের তিনটে বড় ছুটিতে দেব বনাম উইন্ডোজই কিন্তু হতে চলেছে।
এই যেমন গরমের ছুটিতে আসছে উইন্ডোজের আমার বস। বহুদিন পর বাংলা ছবিতে রাখী গুলজার। আবার ওই একই সময়ে মুক্তি পেতে পারে দেব-শুভশ্রী জুটির সেই সিনেমা 'ধূমকেতু', যার প্রতি ভক্তদের আকর্ষণ বছর নয়েক পরেও রয়েছে একই।
কাট টু পুজো। মুক্তি পাবে দেবের হাইবাজেট ছবি রঘু ডাকাত। সঙ্গেই দুই সুন্দরী নায়িকা ইধিকা পাল ও সোহিনী সরকার। আবার ওই একই সময়ে আসার কথা উইন্ডোজের 'রক্তবীজ ২' যাতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় সহ জনপ্রিয় অভিনেতারা।
দাঁড়ান, এখানেই কিন্তু শেষ নয়, বড়দিনেও একই কাণ্ড। মুক্তি পাবে দেবের 'প্রজাপতি ২', শোনা যাচ্ছে এমনটাই। নায়িকা ইধিকা পাল, হ্যাঁ আবারও। অন্যদিকে ওই সময়েই আসছে উইন্ডোজের নতুন ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। শেষ হাসি কার হবে, নাকি দু'জনেরই হবে তা তো সময় বলবে। কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বৈরথ! তা যে কমার নয়, সে আঁচ মিলছে এখন থেকেই।