শেষ আপডেট: 12th March 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: বলিডডের বাদশা শাহরুখ খান। নামটাই যেন আবেগ, ভালবাসা আর তারকাখ্যাতির অন্য নাম। তাঁর হাসিতে মোহিত আট থেকে আশি। কিন্তু জানেন কি একবার এই বলিউড বাদশার জন্যই মুম্বই শহরে শত শত বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল? অবাক লাগলেও ঘটনাটা একেবারেই সত্যি। কীভাবে সম্ভব হয়েছিল এমন ঘটনা? চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনি।
কী ঘটেছিল ঠিক?
ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় দুই দশক আগে, সঞ্জয় লীলা ভন্সালির মহাকাব্যিক ছবি ‘দেবদাস’-এর শুটিংয়ের সময়। ছবির বিশাল প্রোডাকশন স্কেল আর জমকালো সেটের জন্যই মুম্বইয়ের একাধিক বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।
সম্প্রতি এই ছবির সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান এক সাক্ষাৎকারে এই ঘটনাটি প্রকাশ্যে এনেছেন। ফ্রাইডে টকিজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেবদাস’-এর শুটিংয়ের জন্য মুম্বইতে এক কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠা-র সেট তৈরি করা হয়েছিল। সেটটি এতটাই বিশাল ছিল যে প্রথম দেখাতেই আমরা চমকে গিয়েছিলাম। আমি আমার সহকারীদের বলেছিলাম সেটের একদম শেষ প্রান্তে গিয়ে একটা ১০০ ওয়াটের আলো লাগাতে। এরপর ধীরে ধীরে পুরো সেটটাকে আলোকিত করা হয়।'
তবে সমস্যা তৈরি হয় এখানেই। এত বড় সেট সাজানোর জন্য মুম্বইয়ের যত জেনারেটর ছিল, প্রায় সবই নিয়ে নেওয়া হয়েছিল ‘দেবদাস’-এর জন্য! ফলে শহরের অন্য কোথাও তখনকার মতো জেনারেটরের সংকট দেখা দেয়। যার কারণে বহু বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে বাধ্য হয়। বিনোদ প্রধান বলেন, 'অনেকেই আমাকে বলেছিলেন—‘বিনোদজি, আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে শহরে বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য কোনও জেনারেটর বাকি ছিল না!'
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবিটি। ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত। সেই সময় ছবিটি তৈরি হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা বাজেটে। ২০০২ সালের জুন মাসে মুক্তি পাওয়া ‘দেবদাস’ বক্স অফিসে ঝড় তোলে এবং বিশ্বজুড়ে ১৬৮ কোটি টাকা উপার্জন করে। আজও এই ছবির জাঁকজমকপূর্ণ সেট, দুর্দান্ত পারফরম্যান্স এবং অসাধারণ দৃশ্যায়ন বলিউডপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে রেখেছে।