শেষ আপডেট: 11th March 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, জন্ম, মৃত্যু, বিয়ে-- তিন বিধাতা নিয়ে! কিন্তু সেই বিয়েই যদি মাত্র চার মাসে ভেঙে যায়, তবে? আবারও এক বিয়ে ভাঙার খবর। এবার বিয়ে ভাঙতে চলেছে ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মার। সম্প্রতি তাঁর স্বামী, অভিনীত কৌশিক নায়িকার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁর স্ত্রী নাকি পরকীয়ায় লিপ্ত।
ইন্ডিয়া ফোরামস নামক এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনীত দাবি করেন, গত নভেম্বরে চুপিসারে বিয়ে সারেন তাঁরা। এর আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন দু'জনে। যদিও কাকপক্ষী তাঁদের এই বিয়ের কথা জানত না। কারণ হিসেবে অভিনীত দাবি করেছেন, তাঁর স্ত্রী অদিতিই ব্যাপারটি গোপন রাখার অনুরোধ জানান।
বিয়ে করেছেন অদিতি ও অভিনীত
তাঁর কথায়, " ১২ নভেম্বর আমাদের বিয়ে হয়। গুরুগ্রামের এক পাঁচ কামরার ফ্ল্যাটে বিয়ের আসর বসে। গত চার বছর ধরেই আমরা একসঙ্গে থাকছিলাম।" তিনি আরও যোগ করেন, "ওর শর্ত ছিল বাইরের কেউ যেন এই বিয়ে সম্পর্ক জানতে না পারে। " এই মুহূর্তে কালারসের একটি ধারাবাহিকে অভিনয় করছেন অদিতি। তাঁর স্বামীর অভিযোগ ওই ধারাবাহিকেরই লিড হিরো সামর্থ্য গুপ্তের সঙ্গে সম্পর্কে অভিনেত্রী।
অভিনীতের এও দাবি, আলাদা হতে চাইছেন অদিতি। তাঁর কাছ থেকে চাওয়া হয়েছে ২৫ লক্ষ টাকাও। অদিতির পরিবারের তরফে নাকি মারধরও করা হয় অভিনীতকে, অভিযোগ এমনটাই। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অদিতি, তিনি সম্পূর্ণ নীরব।