শেষ আপডেট: 9th January 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: ‘খাদান’ সুপারডুপারহিট! তা আর বলার অপেক্ষা রাখে না। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে সিঙ্গন স্ক্রিনে ‘খাদান’ ট্যুর। দর্শকদের ভিড় ফের বাড়বে। ফের শুরু হবে উন্মাদনার আরেক অধ্যায়। বক্সঅফিসে হুহু করে ঢুকবে ‘অর্থ’ হাওয়া। শ্যাম মাহাতো আর মোহন দাসের গল্পের রোমাঞ্চ চেটেপুটে নেবে দর্শক।
এ সবের মধ্যেই আরেকভাবে ফিরে এল শ্যাম-মোহন। তবে, তা একেবারে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে। একটি কোলাজ ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল দেওয়ালে। একটি ছবি। দু’ভাগে আলাদা। উপরের দিকে দেব। আর নিচের অংশে যিশু। ‘খাদান’-এর গল্প অনুযায়ী শ্যাম এবং মোহন। তবে সে ছবি এখনকার নয়। সে ছবি বহু আগের। দেব তখন দীপক অধিকারী (Dev, Deepak Adhikari)। গায়ে নামাবলী। গলায় রুদ্রাক্ষর মালা। কপালে চন্দনের টিকা। চুল ছোট করে ছাঁটা। সুপারস্টার দেবের এমন দুর্লভ ছবি দেখে, খানিক চমকেই উঠতে হয়। আসলে দেবের এই লুক ছিল, গায়ক অনুপ জলোটার ভক্তিমূলক গান ‘জয় ভোলেনাথ’-এর মিউজিক ভিডিওতে। দেবের স্ট্রাগলিং জীবনের শুরুর দিকে এই ভিডিও মুক্তি পেয়েছিল। এ তো গেল দেবের ছবির ইতিহাস।
এবার স্পটলাইট ফেলা যাক, বঙ্গতনয়াদের আরেক হার্টথ্রব যিশু সেনগুপ্তর ছবিতে। যিশুর কাঁধ অবধি চুল। কপালে দেবের মতোই টিকা। কায়দাটা এক। গলায় পৈতে। ১৯৯৭-৯৮ সাল নাগাদ ছোটোপর্দায় একটি সিরিয়াল শুরু হয়। মহাপ্রভু। সেই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন যিশু। ঘরে-ঘরে যিশুর আজ যে পরিচিতি, তার কৃতিত্ব যিশুর সেই চৈতন্য মহাপ্রভুর চরিত্রই। সিরিয়ালের মাধ্যমেই যিশুর পর্দায় প্রবেশ। পরবর্তী সময়ে প্রচুর বাংলা সিনেমা করেছেন। এবং বলিউড ছবিতেও অভিনয় করতে দেখা গেছে। তবে পরবর্তীতে চৈতন্যদেবের কোনও চরিত্রে তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি।
অনুপ জলোটার ‘দীপক’ এবং ‘চৈতন্যদেব’ যিশু (Jisshu Sengupta)। এই দুই ছবি মিশে যা হয়েছে, তা রীতিমতো ভাইরাল! ছবিটির ঠিক উপরে লেখা শ্যাম মাহাতো এবং মোহন দাস, যখন কয়লা চুরি সৃষ্টিই হয়নি। এমন ছবি নিয়ে হাসাহাসি, ঠাট্টাতামাশা কম হচ্ছে না। একের পর এক হাহাহিহি ইমোজি থেকে মজাদার কমেন্টে ভরিয়ে দিচ্ছে মেটিজেন। তবে ছবির প্রথম ঝলক দেখে মনে হতেই পারে মাল্টিভার্সে মিশে গিয়েছে দুই চরিত্র! তবে এর অস্তিত্ব আছে কি না, তা নিয়ে গবেষণা চলতেই পারে!