Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Horror Film

শুধুই সিনেমা নাকি অশরীরীর ছায়া? এই ছবি ছড়ায় গণ-আতঙ্ক, প্রেক্ষাগৃহে ডাক পড়ে পুরোহিতের

এড ও লোরেইন ওয়ারেন— দম্পতির জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার উপর ভিত্তি করেই তৈরি এই সিনেমা। ছবির প্রতিটি মুহূর্তে বাস্তবতার ছায়া... 

শুধুই সিনেমা নাকি অশরীরীর ছায়া? এই ছবি ছড়ায় গণ-আতঙ্ক, প্রেক্ষাগৃহে ডাক পড়ে পুরোহিতের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 July 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল হরর ছবি 'দ্য কনজ্যুরিং'। সুপারন্যাচারাল হরর ঘরানার এই ছবিটি শুধু ভয় দেখায়নি, দর্শকদের মধ্যে এমনভাবে মানসিক অস্থিরতা ছড়িয়েছিল যা কল্পনাতীত। বিশেষ করে ফিলিপিন্সে এর প্রভাব ছিল মারাত্মক। এতটাই ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল এই ছবি যে সিনেমা হলে সিনেমা শুরুর আগে ডাক পড়েছিল পুরোহিতের ( ক্যাথলিক পাদ্রি)। শুধু প্রার্থনা নয়, দর্শকদের মানসিক অবস্থা সামলাতে ছিল বিশেষ কাউন্সেলিং-এর ব্যবস্থাও।

এড ও লোরেইন ওয়ারেন— দম্পতির জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার উপর ভিত্তি করেই তৈরি এই সিনেমা। ছবির প্রতিটি মুহূর্তে বাস্তবতার ছায়া, আর তাই ছড়ায় আতঙ্ক ফিলিপিন্সের একাধিক শহরে সিনেমা হলে প্রার্থনা না করিয়ে ছবি চালানো বন্ধ হয়ে যায়।

The Conjuring (2013) – Movies on Google Play

অনেকেই দাবি করেন, সিনেমা দেখে তাঁদের গায়ে কাঁটা দিচ্ছে, মন অস্থির লাগছে, এমনকি কেউ কেউ অদৃশ্য কারও উপস্থিতিও নাকি টের পাচ্ছেন। কেউ মাঝপথে সিনেমা ছেড়ে চলে যাচ্ছেন, কেউ আবার ছবি শেষে মানসিকভাবে ভেঙে পড়ছেন। তখনই সিনেমা হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ছবির সঙ্গে থাকবে 'স্পিরিচুয়াল সাপোর্ট'।

সাধারণত ভূতের সিনেমা মানেই ভয় আর বিনোদন—কিন্তু দ্য কনজ্যুরিং যেন ছাপিয়ে যায় সব সীমা। সিনেমা শেষ হওয়ার পরেও দর্শকদের মধ্যে রয়ে যায় অজানা আতঙ্কের রেশ। আজও এই সিনেমাকে বলা হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হরর ছবি। কারণ, দম্পতির দাবি ছিল যা ঘটেছে সব সত্য, বানানো নয়।


ভিডিও স্টোরি