এড ও লোরেইন ওয়ারেন— দম্পতির জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার উপর ভিত্তি করেই তৈরি এই সিনেমা। ছবির প্রতিটি মুহূর্তে বাস্তবতার ছায়া...
প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 July 2025 14:35
দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল হরর ছবি 'দ্য কনজ্যুরিং'। সুপারন্যাচারাল হরর ঘরানার এই ছবিটি শুধু ভয় দেখায়নি, দর্শকদের মধ্যে এমনভাবে মানসিক অস্থিরতা ছড়িয়েছিল যা কল্পনাতীত। বিশেষ করে ফিলিপিন্সে এর প্রভাব ছিল মারাত্মক। এতটাই ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল এই ছবি যে সিনেমা হলে সিনেমা শুরুর আগে ডাক পড়েছিল পুরোহিতের ( ক্যাথলিক পাদ্রি)। শুধু প্রার্থনা নয়, দর্শকদের মানসিক অবস্থা সামলাতে ছিল বিশেষ কাউন্সেলিং-এর ব্যবস্থাও।
এড ও লোরেইন ওয়ারেন— দম্পতির জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার উপর ভিত্তি করেই তৈরি এই সিনেমা। ছবির প্রতিটি মুহূর্তে বাস্তবতার ছায়া, আর তাই ছড়ায় আতঙ্ক ফিলিপিন্সের একাধিক শহরে সিনেমা হলে প্রার্থনা না করিয়ে ছবি চালানো বন্ধ হয়ে যায়।
অনেকেই দাবি করেন, সিনেমা দেখে তাঁদের গায়ে কাঁটা দিচ্ছে, মন অস্থির লাগছে, এমনকি কেউ কেউ অদৃশ্য কারও উপস্থিতিও নাকি টের পাচ্ছেন। কেউ মাঝপথে সিনেমা ছেড়ে চলে যাচ্ছেন, কেউ আবার ছবি শেষে মানসিকভাবে ভেঙে পড়ছেন। তখনই সিনেমা হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ছবির সঙ্গে থাকবে 'স্পিরিচুয়াল সাপোর্ট'।
সাধারণত ভূতের সিনেমা মানেই ভয় আর বিনোদন—কিন্তু দ্য কনজ্যুরিং যেন ছাপিয়ে যায় সব সীমা। সিনেমা শেষ হওয়ার পরেও দর্শকদের মধ্যে রয়ে যায় অজানা আতঙ্কের রেশ। আজও এই সিনেমাকে বলা হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হরর ছবি। কারণ, দম্পতির দাবি ছিল যা ঘটেছে সব সত্য, বানানো নয়।