Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বাধীনতা সংগ্রামীরা ‘সন্ত্রাসবাদী’! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ঘিরে বিতর্কগুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলাপচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ
Bollywood Actor in Army

ঝাঁ চকচকে কেরিয়ারের চুড়ো ছেড়ে কার্গিল যুদ্ধে যান এই বলিউড অভিনেতা, নাম শুনলে চমকে যাবেন

তিনি কেবল ভারতকে সমর্থন জানানোয় সীমাবদ্ধ থাকেননি, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, নিজের লোভনীয় কেরিয়ার ছেড়ে (Bollywood Actor in Army)। প্রাণও বাজি রেখেছিলেন দেশের জন্য।

ঝাঁ চকচকে কেরিয়ারের চুড়ো ছেড়ে কার্গিল যুদ্ধে যান এই বলিউড অভিনেতা, নাম শুনলে চমকে যাবেন

কে এই অভিনেতা?

শেষ আপডেট: 15 January 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ভারতের আধুনিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সর্বশেষ বড় সশস্ত্র সংঘাত ছিল এটিই। এই যুদ্ধে যখন ভারতীয় সেনা শত্রুর মোকাবিলা করছিল সীমান্তে, তখন গোটা দেশ নানা উপায়েই তাদের পাশে দাঁড়িয়েছিল। কেউ অর্থ সংগ্রহ করে, তো কেউ মনোবল বাড়ানোর কাজে। কিন্তু সেই তালিকায় এমন একজন তারকা ছিলেন, যিনি শুধু সমর্থন জানানোয় সীমাবদ্ধ থাকেননি, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, নিজের লোভনীয় কেরিয়ার ছেড়ে (Bollywood Actor in Army)। প্রাণও বাজি রেখেছিলেন দেশের জন্য।

তিনি আর কেউ নন, তিনবার জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেতা নানা পাটেকর। অভিনয় কেরিয়ারের শিখরে থাকা অবস্থাতেই সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর জন্য সবকিছু ছেড়ে দেন তিনি।

সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৬ নম্বর সিজনের একটি বিশেষ এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন নানা পাটেকর। সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।

Nana Patekar ने इस फिल्म के लिए ली थी 3 साल आर्मी की ट्रेनिंग, कारगिल युद्ध  में सेना का दिया साथ!

জানা গেছে, নয়ের দশকের শুরুর দিকে তাঁর পরিচালিত এবং অভিনীত সিনেমা ‘প্রহর’-এর জন্য মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সঙ্গে তিন বছর ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কার্গিল যুদ্ধ শুরু হলে, তিনি সেই রেজিমেন্টের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধক্ষেত্রে যোগ দেওয়ার আবেদন জানান।

তবে সেখান থেকে তাঁকে জানানো হয়, রেজিমেন্ট থেকে সম্ভব নয়, কেবল প্রতিরক্ষা মন্ত্রীই তাঁর এই অনুরোধ অনুমোদন করতে পারেন। তখন তিনি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজের সঙ্গে যোগাযোগ করেন। কেবিসি-তে তিনি বলেন, ‘ফার্নান্ডেজজিও প্রথমে আমার প্রস্তাব শুনে না বলে দেন। কিন্তু আমি তাঁকে বলেছিলাম, সেনা হতে গেলে সাধারণত ছ’মাসের প্রশিক্ষণ লাগে, কিন্তু আমি তিন বছর ধরে প্রশিক্ষণ নিয়েছি। তখন তিনি আমার ইচ্ছেশক্তি দেখে অবাক হন এবং আমাকে জিজ্ঞাসা করেন, আপনি কখন যেতে চান?’

এর পরেই নানা পাটেকর পাড়ি দেন কার্গিল। ১৯৯৯ সালের অগস্টে প্রায় দু’সপ্তাহ সীমান্তের কাছে ছিলেন তিনি। সেখানে কেবল সেনাদের সহায়তা করেছেন তাই নয়, বেস ক্যাম্পের হাসপাতালেও কয়েক দিন কাজ করেছেন। তিনি ছিলেন কুইক রেসপন্স টিমের (কিউআরটি) অংশ।

Did you know Bollywood actor Nana Patekar served briefly in Indian Army  during 1999 Kargil War?

নানা পাটেকর বলেন, ‘আমি যখন শ্রীনগর গেছিলাম, তখন আমার ওজন ছিল ৭৬ কেজি। ফিরে আসার সময়ে ওজন নেমে ৫৬ কেজি হয়ে যায়।’

কার্গিল থেকে ফিরে এসে নানা পাটেকর তাঁর অভিনয় কেরিয়ার পুনরায় শুরু করেন এবং একের পর এক সফল ও প্রশংসিত সিনেমাও করেন। তাঁর সাম্প্রতিকতম ছবি, অনিল শর্মার পরিচালনায় বনবাস, ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে।


ভিডিও স্টোরি