কে এই অভিনেতা?
শেষ আপডেট: 15 January 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ভারতের আধুনিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সর্বশেষ বড় সশস্ত্র সংঘাত ছিল এটিই। এই যুদ্ধে যখন ভারতীয় সেনা শত্রুর মোকাবিলা করছিল সীমান্তে, তখন গোটা দেশ নানা উপায়েই তাদের পাশে দাঁড়িয়েছিল। কেউ অর্থ সংগ্রহ করে, তো কেউ মনোবল বাড়ানোর কাজে। কিন্তু সেই তালিকায় এমন একজন তারকা ছিলেন, যিনি শুধু সমর্থন জানানোয় সীমাবদ্ধ থাকেননি, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, নিজের লোভনীয় কেরিয়ার ছেড়ে (Bollywood Actor in Army)। প্রাণও বাজি রেখেছিলেন দেশের জন্য।
তিনি আর কেউ নন, তিনবার জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেতা নানা পাটেকর। অভিনয় কেরিয়ারের শিখরে থাকা অবস্থাতেই সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর জন্য সবকিছু ছেড়ে দেন তিনি।
সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৬ নম্বর সিজনের একটি বিশেষ এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন নানা পাটেকর। সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।
জানা গেছে, নয়ের দশকের শুরুর দিকে তাঁর পরিচালিত এবং অভিনীত সিনেমা ‘প্রহর’-এর জন্য মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সঙ্গে তিন বছর ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কার্গিল যুদ্ধ শুরু হলে, তিনি সেই রেজিমেন্টের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধক্ষেত্রে যোগ দেওয়ার আবেদন জানান।
তবে সেখান থেকে তাঁকে জানানো হয়, রেজিমেন্ট থেকে সম্ভব নয়, কেবল প্রতিরক্ষা মন্ত্রীই তাঁর এই অনুরোধ অনুমোদন করতে পারেন। তখন তিনি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজের সঙ্গে যোগাযোগ করেন। কেবিসি-তে তিনি বলেন, ‘ফার্নান্ডেজজিও প্রথমে আমার প্রস্তাব শুনে না বলে দেন। কিন্তু আমি তাঁকে বলেছিলাম, সেনা হতে গেলে সাধারণত ছ’মাসের প্রশিক্ষণ লাগে, কিন্তু আমি তিন বছর ধরে প্রশিক্ষণ নিয়েছি। তখন তিনি আমার ইচ্ছেশক্তি দেখে অবাক হন এবং আমাকে জিজ্ঞাসা করেন, আপনি কখন যেতে চান?’
এর পরেই নানা পাটেকর পাড়ি দেন কার্গিল। ১৯৯৯ সালের অগস্টে প্রায় দু’সপ্তাহ সীমান্তের কাছে ছিলেন তিনি। সেখানে কেবল সেনাদের সহায়তা করেছেন তাই নয়, বেস ক্যাম্পের হাসপাতালেও কয়েক দিন কাজ করেছেন। তিনি ছিলেন কুইক রেসপন্স টিমের (কিউআরটি) অংশ।
নানা পাটেকর বলেন, ‘আমি যখন শ্রীনগর গেছিলাম, তখন আমার ওজন ছিল ৭৬ কেজি। ফিরে আসার সময়ে ওজন নেমে ৫৬ কেজি হয়ে যায়।’
কার্গিল থেকে ফিরে এসে নানা পাটেকর তাঁর অভিনয় কেরিয়ার পুনরায় শুরু করেন এবং একের পর এক সফল ও প্রশংসিত সিনেমাও করেন। তাঁর সাম্প্রতিকতম ছবি, অনিল শর্মার পরিচালনায় বনবাস, ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে।