শেষ আপডেট: 27th March 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে নানা আলোচনা হলেও বৈজ্ঞানিক ভিত্তিতে কি সত্যিই সবচেয়ে সুন্দরী নারী নির্ধারণ করা সম্ভব? লন্ডনের কসমেটোলজিস্ট ড. জুলিয়ান ডি সিলভা চেষ্টা করেছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে। গ্রিক গাণিতিক নীতি এবং মুখাবয়বের নিখুঁত ভারসাম্যের ওপর ভিত্তি করে তিনি প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ১০ সুন্দরী নারীর তালিকা।
এই তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জোডি কোমার। তিনি ৯৪.৫২ শতাংশ স্কোর পেয়েছেন ‘গোল্ডেন রেশিও’ সূত্র অনুযায়ী। একইভাবে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জেনদায়া (৯৪.৩৭%), তৃতীয় স্থানে আছেন বেলা হাদিদ (৯৪.৩৫%)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বিয়ন্সে (৯২.৪৪%) এবং আরিয়ানা গ্রান্ডে (৯১.৮১%)।
তবে এই তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলেন দীপিকা পাড়ুকোন। তিনি নবম স্থানে রয়েছেন, যা তাঁকে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিশ্বের শীর্ষ দশ সুন্দরীর তালিকায় জায়গা করে দিয়েছে। ডি সিলভার বিশ্লেষণ অনুযায়ী, দীপিকার সৌন্দর্যের স্কোর ৯১.২২%। এই তালিকায় আরও রয়েছেন টেইলর সুইফট (৯১.৬৪%), জর্ডান ডান (৯১.৯৩%), কিম কার্দাশিয়ান (৯১.২৮%) এবং হোয়ন জং (৮৯.৬৩%)।
প্রসঙ্গত, দীপিকা ২০১৮ সালে 'ইস্টার্ন আই' প্রকাশিত তালিকায় এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন এবং ২০২৪ সালে তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। সৌন্দর্যের সংজ্ঞা বিভিন্ন জনের কাছে ভিন্ন হতে পারে, তবে বিশেষজ্ঞরা এই বৈজ্ঞানিক বিশ্লেষণ নিঃসন্দেহে সৌন্দর্য নিয়ে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।