শেষ আপডেট: 1st February 2025 22:39
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অনেক নায়ক-নায়িকাই ক্যারিয়ারের সাফল্যের জন্য নানা ধরনের বিশ্বাসে ভরসা রাখেন। কেউ নাম বদলেছেন, কেউ আবার পরেন ব্রেসলেট বা আংটি, আবার কেউ 'ইভিল আই' থেকে মুক্তি পেতে নানা রকম কিছু পরেন। অনেক তারকা এমনকি জ্যোতিষীদের পরামর্শও অনুসরণ করে নিজেদের কেরিয়ার গড়েছেন। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় সেই সব তারকাদের নাম। জানেন, কারা এসবের মধ্যে রয়েছেন?
আমির খান: বলিপাড়ায় কা পাতলেই একটা সময় শোনা যেত আমির খান 'Ameer Khan' থেকে নিজের নামের বানান পাল্টে 'Amir khan' করেছেন। এবার তা কোনও জ্যোতিষির কথা মেনে করেছেন কি না কোথাও স্পষ্ট নেই।
রানি মুখোপাধ্যায়: এক সময়ে বলিউডের শীর্ষে ছিলেন রানি। কিন্তু পর পর ফ্লপ ছবির পর তিনি জ্যোতিষীর পরামর্শ নেন। তার নামের পদবির বানান ‘Mukherjee’ থেকে বদলে তিনি ‘Mukerjee’ রাখতে শুরু করেন।
সুনীল শেট্টি: একসময় বলিউডে জনপ্রিয় নাম সুনীল শেট্টি, যিনি এখন তাঁর কামব্যাক করেছেন একটি নেটফ্লিক্স সিরিজে। তবে অভিনয়ে ফিরতে তিনি নিজের নামের বানান ‘Sunil’ থেকে বদলে ‘Suniel’ করেছেন।
আয়ুষ্মান খুরানা: ছবি বাছার ক্ষেত্রে আয়ুষ্মান অনেকটাই ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর ভরসা করেন, তবে সাফল্যের জন্য তিনি জ্যোতিষীকে অনুসরণ করেন। তাই তিনি নিজের নামের বানান ‘Ayushman Khurana’ থেকে বদলে ‘Ayushmann Khurrana’ রাখেন।
করিশ্মা কাপুর: রাজ কপূরের নাতনি করিশ্মা কাপুর ব্যক্তিগত জীবনে নানা ঝড় সামলেছেন। অভিনয়েও তেমন সুযোগ পাননি। তাই জ্যোতিষীর পরামর্শে তিনি নিজের নাম থেকে ‘h’ বাদ দেন।
রাজকুমার রাও: আজকের প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। বলিউডে সাফল্য পাওয়ার জন্য তিনি তাঁর পদবি পরিবর্তন করেন, ‘যাদব’ থেকে ‘রাও’ হয়ে যায়। এই পরিবর্তন তিনি করেন জ্যোতিষীর পরামর্শে।
অজয় দেবগণ: অজয় দেবগণ তাঁর অভিনয় ক্ষমতায় একদম নিখুঁত হলেও, তিনি একসময় নিরাপত্তাহীনতায় ভুগতেন। পর পর কয়েকটি ফ্লপ ছবির পর তিনি জ্যোতিষীর পরামর্শে পদবি ‘Devgan’ থেকে ‘Devgn’ বদলান।
বিবেক ওবেরয়: একসময় বলিউডের প্রথম সারির হিরোদের মধ্যে ছিলেন বিবেক ওবেরয়। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা চর্চা হলেও, তিনি জ্যোতিষীর পরামর্শে নিজের নামের বানান ‘Vivek’ থেকে ‘Viveik’ বদলেছেন।