শেষ আপডেট: 4th February 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: রামমন্দিরে রামলালাকে প্রতিষ্ঠার কয়েক দিনের মধ্যেই কলকাতা শহরে মঞ্চস্থ হল নাটক “ভেমুলার রামায়ণ”। ২০১৫ সালে হায়দারাবাদ বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করেছিল দলিত ছাত্র রোহিত ভেমুলা। আটকে দেওয়া হয়েছিল তার রিসার্চ ফেলোশিপের টাকা। রোহিত ভেমুলার সঙ্গে রামায়নের এক অনার্য চরিত্র শম্বুক-এর সংযোগ স্থাপন করে অশোকনগর নাট্যমুখ মিনার্ভা থিয়েটারের ৩ ফেব্রুয়ারি, ২০২৪ প্রযোজনা করল ভেমুলার রামায়ণের।
নাটকটি শুরুর আগে নাটকটি নিয়ে একটি আলোচনা সভায় অংশ নেন নাটককার অংশুমান কর, পরিচালক অভি চক্রবর্তী ও অভিনেতা ও সাংবাদিক অনির্বাণ ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন সায়ন ভট্টাচার্য। অংশুমান কর জানান রোহিত ভেমুলা আত্মহত্যা করার দিন তিনি নিজে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেই অভিজ্ঞতা এবং পরে রোহিত ভেমুলার সুইসাইড নোট সংক্রান্ত দীপেশ চক্রবর্তীর একটি প্রবন্ধ ও মল্লিকা সেনগুপ্তের সীতায়ন উপন্যাসটি এই নাটকটির রচনার জন্য তাঁকে প্রেরণা জুগিয়েছে।
যেভাবে রোহিত ভেমুলার রিসার্চ ফেলোশিপের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেভাবেই অনার্য জাতির তপস্যার অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টার অপরাধে শম্বুককে হত্যা করেছিলেন রাম। এই দুটি ঘটনার মধ্যে সংযোগ স্থাপন করে এই নাটক। যেন বলতে চায় এই দেশে দলিত ও অনার্য সম্প্রদায়ের মানুষের ধারাবাহিক লাঞ্ছনার প্রবাহমানতার কথা। দুটি কালখণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করে রোহিত ভেমুলার সুইসাইড নোটটি। এই চিঠিটি অনবদ্যভাবে পাঠ করেছেন সাংবাদিক অর্ক দেব।
এই পাঠকে কেন্দ্রে রেখেই একদিকে রোহিতের বন্ধু রিয়াজ এবং এক সাংবাদিকের মধ্যে চলতে থাকে কথোপকথন অন্যদিকে মঞ্চায়িত হতে থাকে সেই ঘটনা পরম্পরা যা শম্বুক হত্যার প্রেক্ষাপটটি নির্মাণ করে। একটি হত্যা এবং একটি আত্মহত্যা (যাকে নাটককার বলেছেন প্রকৃত অর্থে হত্যাই) এই নাটকের কেন্দ্রে থাকলেও শেষ পর্যন্ত নাটকটি আসলে প্রতিবাদের নাটক, আশাবাদের নাটক। তাই উইশ্যাল ওভারকাম গানটির সুরে রোহিত ভেমুলাকে নিয়ে লেখা একটি গানও বারবার ফিরে ফিরে আসে এই নাটকে।
নাটকটির দৃশ্য নির্মাণে পরিচালক অভি চক্রবর্তী মুন্সিয়ানা দেখিয়েছেন। আলোর ব্যবহার যথাযথ। রূপসজ্জা চমকে দেওয়ার মতো। সব মিলিয়ে মঞ্চে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা দর্শকদের একইসঙ্গে বিমূঢ় ও আবিষ্ট করে রাখে। অভিনয়ে বিশেষ করে বলতে হয় শম্বুক চরিত্রের অভিনেতা রাজু বেরার কথা। বারুনি চরিত্রে সঙ্গীতা চক্রবর্তীও অনবদ্য অভিনয় করেছেন। বাকি সকলেই কমবেশি চরিত্রানুগ।
রামমহিমায় যখন গোটা দেশ আপ্লুত, তখন এইরকম একটি নাটকের মঞ্চায়ন আসলে প্রমাণ করে মহাকাব্যকে ভিন্নচোখে পাঠ করার মানুষেরও এদেশে অভাব নেই।