শেষ আপডেট: 21st December 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক বছরের মতো এই বছরেও স্টার জলসায় আসতে চলেছে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অফ দ্য ২০২৩ ব্লকবাস্টার। রবিবার দুপুর ১টায় স্টার জলসায় প্রিমিয়ার হতে চলেছে অর্ধাঙ্গিনী। আপনি তৈরি তো?
কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই বছরের জুন মাসে রিলিজ হয় অর্ধাঙ্গিনী। ছবিতে রয়েছে চূর্ণী গাঙ্গুলি, জয়া আহসান এবং কৌশিক সেন। বাংলা চলচ্চিত্র জগতে এই ধরনের ছবি এর আগে হয়নি। দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পাওয়ার পর এবার বাড়ির পর্দায় আসতে চলেছে অর্ধাঙ্গিনী।
ছবির গল্পে সুমনের অ্যাক্সিডেন্টের পর পরিস্থিতি এমন জায়গায় যায় যে সুমনের বর্তমান স্ত্রী মেঘনা এবং প্রাক্তন স্ত্রী শুভ্রা মুখোমুখি হতে বাধ্য হয়।
আপনার কী মনে হয় কোনও সম্পর্ক কি দুভাগে ভাগ করা সম্ভব? ছবিটি দেখতে দেখতে অদ্ভুত একটা উপলব্ধিতে পৌঁছবেন আপনি।
সুমনের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, অন্যদিকে মেঘনা অর্থাৎ সুমনের বর্তমান স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সুমনের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। পরিচালনা এবং চিত্রনাট্যের দিক থেকে বাংলায় কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক খুব কমই রয়েছেনল। এখন অর্ধাঙ্গিনী দেখতে পাবেন নিজের বাড়িতে বসেই তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে রবিবার ঠিক দুপুর ১ টায় শুধুমাত্র স্টার জলসায়।