Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যায় রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ী
Basabdatta Chatterjee, Debdarshan

রবি বর্মার ছবির আদলে বাসবদত্তার 'দেবদর্শন', মানবীর প্রতিবিম্বে দেবীর আবির্ভাব

দুর্গা আর মানবী,দু'জনকে ভেবে করা হচ্ছে থিম থেকে আমার সাজ। পুরনো দিনের বিখ্যাত পেন্টিংয়ের সঙ্গে মিলিয়ে আমার লুক তৈরি করা হয়েছে। আমার ছবি থেকে সাজে শিল্পী রবি ভার্মা আর শিল্পী হেমেন মজুমদারের ছবির নির্যাস আছে। 
 

রবি বর্মার ছবির আদলে বাসবদত্তার 'দেবদর্শন', মানবীর প্রতিবিম্বে দেবীর আবির্ভাব

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 4 July 2025 09:06

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সামনেই পুজো। ১০০ দিনও বাকি নেই। পুজোর আগেই চলে এল পুজোর ছবি। বাসবদত্তা চট্টোপাধ্যায়ের ছবি। নাহ না ছায়াছবি নয়। এবার শহর জোড়া বাসবদত্তার ছবি। বাসবদত্তা মানেই প্রথমে মনে পড়ে 'বয়েই গেল' সিরিয়াল। আর বাসবদত্তা মানেই এই সময়ের ক্লাসিক ছবি 'আসা যাওয়ার মাঝে'।  

বাসবদত্তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।

বাসবদত্তা নতুন রূপ নিয়ে নিজেই 'দ্য ওয়াল'কে বললেন 'প্রতাপাদিত্য রোডে ত্রিকোণ পার্কের দুর্গা পুজোর থিম এবার 'দেব দর্শন'। দুর্গা আর মানবী,দু'জনকে ভেবে করা হচ্ছে থিম থেকে আমার সাজ। পুরনো দিনের বিখ্যাত পেন্টিংয়ের সঙ্গে মিলিয়ে আমার লুক তৈরি করা হয়েছে। আমার ছবি থেকে সাজে শিল্পী রবি ভার্মা আর শিল্পী হেমেন মজুমদারের ছবির নির্যাস আছে।

এই মণ্ডপের থিম করেছে আর্ট ডিজাইনার ঈশিকা চন্দ্র আর দীপ দাস। ওঁদের সঙ্গে আমি আগেও কাজ করেছি আকাশ আটের 'রাঁধুনি'তে। সেখানে ওঁরা শিল্প নির্দেশক ছিল।

টিভি চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে দুর্গার রূপ সতী, পার্বতী ইত্যাদি অনেকবার সেজেছি কিন্তু পুজোর থিমে দেবীর সাজ এই প্রথম। যা বেশ নতুন লাগল। পুরনো ক্লাসিক পেন্টিংগুলো দেখে আমার খুব ভাল লেগেছিল। যার নির্যাসে আমার এই সাজ। তাই কাজটাতে হ্যাঁ বললাম। আরও একটা বিষয়, যে ভাবে ওরা আমাকে সাজিয়েছে, পুজোতে প্রতিমার সাজপোশাকও কিন্তু সেইইরকম হবে। এই প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো এবার 'মাস আর্ট' পুজো নির্বাচনে জায়গা করে নিয়েছে।

দেবী রূপে বাসবদত্তার ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। নেট পাড়াতে সবাই শেয়ার করছেন বাসবদত্তার ছবি।

সাক্ষাৎ দেবী সাজার পর কেমন লেগেছিল বাসবদত্তার 'দেবী আমি অনেক বার টিভি চ্যানেলে সেজেছি। কিন্তু বারোয়ারি ক্লাবের পুজোয় দেবী সাজা, শহরের হোর্ডিংয়ে দেবী রূপে আমার ছবি এটা তো একটা থ্রিলিং ব্যাপার সত্যি। আমার দুটো লুক হয়েছে একটা মানবী আরেকটা দেবী লুক। একজন মানবী আয়নায় নিজের প্রতিবিম্ব দেবী রূপে দেখছে। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের বসবাস আছে সেই ব্যাপারটা রাখা হয়েছে। মানবী লুকে পরেছি সাদা খোলের সোনালি পাড় শাড়ি। লুকটা কিছুটা 'চোখের বালি'র বিনোদিনীর মতো। তবে পুরোপুরি নয়।

দেবী সাজটা সবার মেলবন্ধনে ফুটে উঠেছে। লাইট, মেকআপ,পোশাক, অলঙ্কার, পুরো টিম ওয়ার্ক এটা। ক্লাব কর্তৃপক্ষও বললেন আমাকে খুব ভাল লাগছে। মৃগাঙ্ক দাস খুব ভাল ছবি তুলেছেন। যার জন্য এত মানুষ পছন্দ করছেন। দুর্গা ফুল মানেই পদ্ম, ধূপধুনোর গন্ধ, সব মিলিয়ে একটা স্বর্গীয় অনুভূতি। সবথেকে ভাল লাগার এই দুটো লুকেই মেকআপ আমি নিজেই করেছি। আর জুয়েলারি ইন্দ্রাশীষ। এখানে দেবী সত্ত্বার মধ্যে মানবিক সত্ত্বাটাও রয়েছে, যার জন্য এত সুন্দর হয়েছে। যে সময়টুকু আমি শুট করছিলাম ভীষণ শান্ত একটা পজিটিভিটি আমার মধ্যে কাজ করছিল। এই অভিজ্ঞতা সত্যি মা দুর্গার আশীর্বাদ।'

এবার পুজোয় সারা শহর জুড়ে থাকবে বাসবদত্তা চট্টোপাধ্যায়ের দেবী রূপে দেবদর্শন। যা তাঁর ভক্তদের কাছেও বড় প্রাপ্তি।


ভিডিও স্টোরি