Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Raghu Dakat- Anirban Bhattacharya-Dev

কেন বন্ধ হল না অনির্বাণ অভিনীত ‘রঘু ডাকাত’-এর শুটিং? চুক্তিপত্র কি আসল কারণ?

গতকাল অর্থাৎ ১৫ মে, বৃহস্পতিবার সুষ্ঠুভাবে ‘রঘু ডাকাত’-এর শুটিং করলেন অনির্বাণ ভট্টাচার্য। ঠিক তার একদিন আগে যে সিনে টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’র মুখে পড়েছিলেন অভিনেতা-পরিচালক এবং গায়ক অনির্বাণ, গতকাল তার পুনরাবৃত্তি হয়নি। কেন তা হল না?

কেন বন্ধ হল না অনির্বাণ অভিনীত ‘রঘু ডাকাত’-এর শুটিং? চুক্তিপত্র কি আসল কারণ?

কেন বন্ধ হল না শুটিং?

শেষ আপডেট: 16 May 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: গতকাল অর্থাৎ ১৫ মে, বৃহস্পতিবার সুষ্ঠুভাবে ‘রঘু ডাকাত’-এর শুটিং করলেন অনির্বাণ ভট্টাচার্য। ঠিক তার একদিন আগে যে সিনে টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’র মুখে পড়েছিলেন অভিনেতা-পরিচালক এবং গায়ক অনির্বাণ, গতকাল তার পুনরাবৃত্তি হয়নি। কেন তা হল না?


ফেডারেশনের বিরুদ্ধে মামলা করার আগে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রযোজকদের এই ছবির অর্থাৎ ‘রঘু ডাকাত’-এর চুক্তি হয়, তাই এতে কোনও সমস্যা হয়নি। তবে ভবিষ্যতের প্রজেক্টে টেকনিশিয়ানরা তাঁর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণেই ‘হুলিগানিজম’-এর তৃতীয় গানের শুট থেকেও তাঁরা সরে দাঁড়ায়।


সূত্রের খবর যে সকল পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছেন, তাঁদের বিরুদ্ধেই হবে ‘অসহযোগিতা’। এর জেরেই কখনও সুদেষ্ণা রায়, কখনও অনির্বাণের কাজে পড়ছে কোপ। কিন্তু ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রে কি এই ‘মামলার আগে-পরে’র চুক্তি উপর নির্ভর করেই এই ছবিতে বাধা দিল না টেকনিশিয়ানস? টলিপাড়ার এক সূত্রের খবর, ‘রঘু ডাকাত বড় ছবি। আরও স্পষ্ট করে বলতে, দেব এবং এসভিএফ প্রযোজিত বড় বাজেটের ছবি। দেব নিজে একজন সাংসদ। শাসকদল ঘনিষ্ঠ। ছবির শুটিং বন্ধ না হওয়ার এটাই অন্যতম কারণ। টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’ দেবের ছবির ক্ষেত্রে খাটবে না!’ 


প্রসঙ্গত গত বছর জুলাই মাসে ফেডারেশন বনাম পরিচালকদের সংঘাতে বন্ধ হয়েছিল সিনেমা, সিরিয়াল, ওটিটি শুটিং। টলিপাড়ার সেই জট কাটাতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, অরূপ বিশ্বাসদের পাশে দেখা যায় সেই দেবকেই। সাময়িক স্বস্তি মিললেও ফেডারেশন বনাম পরিচালকদের দ্বৈরথ আজ ক্রমান্বয়ে আরও বিরাট আকার নিয়েছে। পরিচালকদের পাশাপাশি প্রযোজকদের বিরুদ্ধেও অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনেছে ফেডারেশন। 


গত ১৪ই মে, দক্ষিণ ভারতের ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন এক দিনের অসহযোগ আন্দোলনের ডাক দেয়, যার মূল উদ্দেশ্য ছিল কয়েকজন তামিল চলচ্চিত্র প্রযোজকের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এই কর্মসূচিতে ইস্টার্ন ইন্ডিয়া ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স-এর সভাপতি স্বরূপ বিশ্বাস অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর এই অংশগ্রহণ বিভিন্ন ফেডারেশনের মধ্যে পারস্পরিক ঐক্য ও সংহতির একটি স্পষ্ট নিদর্শন হিসেবে বিবেচিত হয়, যা অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন-এর অধীনে পরিচালিত হয়ে থাকে।


ভিডিও স্টোরি