শেষ আপডেট: 10th December 2024 10:45
দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে একটি প্রতারণা মামলায় সমন পাঠাল আদালত। দিল্লির পাটিয়ালা হাউস আদালত ধর্মেন্দ্র ও অন্য দুজনের বিরুদ্ধে 'গরম ধরম ধাবা' সংক্রান্ত প্রতারণা মামলায় তলব করেছে। পাটিয়ালা হাউস আদালতের ফার্স্ট ক্লাস জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যশদীপ চাহাল এই সমনাদেশ জারি করেন।
উল্লেখ্য, দিল্লির ব্যবসায়ী সুশীল কুমারের অভিযোগ, গরম ধরম ধাবায় বিনিয়োগের জন্য তাঁকে ভুল বোঝানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিচারক বলেছেন, প্রাথমিক তথ্যপ্রমাণ বলছে, অভিযুক্তরা অভিযোগকারীকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছিলেন। সে কারণে এই মামলায় প্রথম অভিযুক্ত ধরম সিং দেওল এবং দ্বিতীয় ও তৃতীয় অভিযুক্তকে প্রতারণার ধারায় সমন পাঠানো হচ্ছে।
এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৫ সাল। অভিযোগে বলা হয়েছে, সুশীল কুমারকে বলা হয়েছিল দিল্লির কনট প্লেস এবং হরিয়ানার মুরথালে দুটি গরম ধরম ধাবার শাখা খোলা হবে। সেখান থেকে মাসে আনুমানিক ৭০ থেকে ৮০ লক্ষ টাকা আয় হবে। তাঁকে ধর্মেন্দ্র ও অন্যান্য অভিযুক্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই লভ্যাংশের সাত শতাংশ তাঁকে দেওয়া হবে। এমনকী এই ব্যক্তি উত্তরপ্রদেশে এই নামে হোটেল খুললে পূর্ণ সহযোগিতা করা হবে।