শেষ আপডেট: 29th January 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: আমাদের সমাজে বাবা-ছেলের সম্পর্ক প্রায়শই জটিল হয়ে ওঠে। প্রত্যাশা বাড়িয়ে দেয় জটিলতা। অনুভূতি ধিরে ধিরে ফিকে হয়ে আসে। সংবেদনশীলতা মুছে যায়। শৈশবের আদর, কৈশোরের শাসন ও যৌবনের দূরত্বের মিশেলে তৈরি এ সম্পর্ককে এক বাক্যে ব্যাখ্যা, দুরূহও বটে। বয়স্ক পিতারা সব সময়ই পুরুষতন্ত্রকে প্রকট করার চেষ্টা করতে থাকে, আর শত সমস্যায় ‘ছেলেরা কান্নাকাটি করে না’-এর মতো বহু ধারণা তাঁর পুত্র সন্তানদের উপর চাপাতে চায়, যার ফলস্বরূপ, বহু পিতা এবং তাঁদের পুত্র সময়ের সঙ্গে বেড়ে উঠলেও, বেড়ে যায় দূরত্বষ। একই ছাদের তলায় থেকেও, অপরিচিত হয়ে বেঁচে থাকে দুটি মানুষ।
পয়ষট্টিতে পা দেওয়া অভিনেতা বোমান (Boman Irani, Boman Irani actor, Boman Irani director) ইরানি এবার চোখ রাখলেন ক্যামেরার ভিউফাইন্ডারেয। বসলেন ডিরেক্টর্স চেয়ারে। আর তুলে আনলেন পিতা-পুত্রের সম্পর্কের যাবতীয় জটিল-কুটিল ফ্যাক্টর। ছবির নাম ‘দ্য মেহতা বয়েজ’ (The Mehta boys)। অভিনয়ের হাতলও ছাড়েননি বোমান (Boman Irani)। সিনিয়র মেহতার অভিনয়ে রয়েছেন তিনি এবং জুনিয়র অর্থাৎ পুত্রের ভূমিকায় অভিনয় করছেন অবিনাশ তিওয়ারি। মুক্তি পেল ছবির ট্রেলর। আর তারপরই এক সাক্ষাৎকারে ছবি প্রসঙ্গে কথা বলেন ডেবিউ পরিচালক বোমান (Boman Irani) ইরানি।
বোমান (Boman Irani) কীভাবে পায়ে গলালেন পরিচালকের জুতো?
‘সুজয় ঘোষ (পরিচালক) কিছু বছর আগে দু’চারটে আইডিয়া মাথায় নিয়ে আমার বাড়ি আসে। জিজ্ঞেস করে, কোনও একটিতেও কি কাজ করার ইচ্ছে রয়েছে? ও অনেকগুলো আইডিয়ার কথা বলেছিল। কিন্তু একটিতে শুধু ওয়ান লাইনার বলল। ৪৮ ঘন্টা দ্বন্দ থাকা সত্বেও পিতা-পুত্রকে ৪৮ ঘন্টা একসঙ্গে কাটাতে হলে, কী হবে? আমার ভীষণ পছন্দ হয় আইডিয়াটা, বলি ছবিটা আমি বানাব। সুজয়, বলে, ঠিক আছে, ছবিটা তোমার।’
কী কারণে এই ছবি নিয়ে এত আগ্রহ তাঁর?
‘যখন সবাই আমাকে জিজ্ঞেস করে কী কারণে আমার আগ্রহ জন্মাল? আমি ঘুরিয়ে প্রশ্ন করি, আপনার কেন ভাল লাগছে? যে কারণে আপনার পছন্দ, সেই কারণে আমারও। এতটাই প্রাসঙ্গিক, যে আমাকে নাড়িয়ে দিয়েছিল। যা আপনাকে নাড়িয়ে দেবে, সেটা নিয়েই ছবি হওয়া উচিৎ।
কীভাবে লেখা হল স্ক্রিপ্ট?
‘আট বছর ধরে চলে স্ক্রিপ্টের কাজ। সময়ে লেগেছিল। একটু একটু করে কাজ এগিয়েছে। এমন একটি বিষয়, তাড়াহুড়ো করা যেত না। সবসময় আপনাকে ভাবতে হতো, কীভাবে ২ ঘন্টা দর্শকদের ধরে রাখব। তাই ছবির বিষয়বস্তুতে টিকে থাকতে হতো। প্রত্যেকটি দৃশ্য অর্থবহ করে। এক এক সময় আপনার মনে হয়, লেখা লাইনগুলো কেটে দিই তারপর মনে হয় কেন কেটে দিলাম, তারপর সেই লাইনই আবার লিখতে হয়। তাই এই স্ক্রিপ্টে লেখা একটি লাইনও অপ্রয়োজনীয় নয়। উদ্দেশ্য রয়েছে।’
পরিচালনা কেরিয়ার সম্পর্কে
আমি সবসময় সময় ধরে কাজ করি। সবকিছু করার জন্য সঠিক সময়ের প্রয়োজন। আমি চুয়াল্লিশে অভিনেতা হই। পঞ্চান্নতে চিত্রনাট্যকার। আর পয়ষট্টিতে আমি ছবি বানাচ্ছি। আমার সময় লাগে। আমি একটু ধীর প্রকৃতির’
বোমান (Boman Irani) ইরানি, একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আলেকজান্ডার ডিনেলারিসের সঙ্গে যৌথভাবে ‘মেহতা বয়েজ’ লিখেছেন। ছবিটি ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসব সার্কিটে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ১৫তম শিকাগো দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র উৎসবে (CSAFF) ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। তাতেই সেরা ফিচার ফিল্মের পুরস্কার প্রাপ্তি। ‘দ্য মেহতা বয়েজ‘ বোমান (Boman Irani) ইরানি, দানেশ ইরানি, বিকেশ ভুটানি এবং সুজাত সওদাগর দ্বারা ইরানি মুভিটোন এলএলপির ব্যানারে এবং চকবোর্ড এন্টারটেইনমেন্ট এলএলপির সহযোগিতায় প্রযোজিত হয়েছে। আগামী ৭ই ফেব্রুয়ারি প্রাইম ভিডিও ইন্ডিয়াতে মুক্তি পাবে ‘মেহতা বয়েজ’ The Mehta boys।