শেষ আপডেট: 28th February 2023 14:06
দ্য ওয়াল ব্যুরো: মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। এখনও র্যাঞ্চো, পিয়াদের ভোলেননি সিনেপ্রেমী দর্শক। ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) ছবির সেই হাসিখুশি পিয়ার (Pia) চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ছবিতে তিনি ছিলেন একজন মেডিকেল পড়ুয়া, যার প্রেম হয় তাঁর বাবার কলেজের ছাত্র র্যাঞ্চো, ওরফে আমির খানের সঙ্গে। এবার সেই পিয়ার চরিত্রে অভিনয়ের আগে করিনার লুক টেস্টের পাঁচটি ছবি পোস্ট করল প্রযোজনা সংস্থা।
গত শনিবার 'থ্রি ইডিয়টস' ছবির নির্মাতা বিধু বিনোদ চোপড়া ফিল্মস তাদের ইনস্টাগ্রাম পেজে করিনার লুক টেস্টের ছবিগুলি প্রকাশ করেছে। যেখানে প্রথম ছবিটিতে করিনার পরনে রয়েছে সবুজ রঙের কুর্তা, কানে বড় দুল এবং চুল বাঁধা। পরের ছবিতে খানিক মারাঠি সাজে রয়েছেন অভিনেত্রী। গায়ে বেগুনি-নীল রঙের শাড়ি, লাল ব্লাউজ, সোনালি রঙের বাহুবন্ধনী, দু'হাত ভর্তি চুরি, গলায় হার আর চোখে সেই চশমা। ছবিতে দেখা যাচ্ছে, খোলা চুলে কোমরে দু'হাত দিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী।
তৃতীয় ছবিতে করিনার সাজ একেবারে কলেজছাত্রীর মতো। গোলাপি টপ, নীল-সাদা স্কার্ফ আর কাঁধে একটি ব্যাগ। চতুর্থ ছবিতে বব কাট চুলে করিনা, পরনে গোলাপি-সাদা কুর্তি। খানিকটা এই একই লুকে 'পিকে' ছবিতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। আর একদম শেষ ছবিতে কমলা টপ আর লাল রঙের হেলমেট পরে দেখা গেছে করিনাকে। শেষ অবধি ওই লুকেই ছবিতে ধরা দিয়েছিলেন করিনা।
অক্ষয়ের কেরিয়ার খাদের কিনারায়! টানা ৬টি ফ্লপ সিনেমার পর বাতিল আমেরিকার শো