শেষ আপডেট: 5th March 2025 20:07
পুরনো বছরের শেষ দিন ‘দ্য ওয়াল-এর কাছে’ সূত্র মারফত খবরটি প্রথম প্রকাশ্যে আসে। ‘রঘু ডাকাত’-এর প্রযোজনার দায়িত্বে থাকবে না শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে জুটেছে নতুন প্রযোজক। শোনা যাচ্ছে, এসভিএফ নয়, এবার সুরিন্দর ফিল্মস এবং দেব ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় হতে চলেছে এই ম্যাগনাম ওপাস। তবে, তারপর দিন এই খবরটি আমূল বদলে যায়।
নববর্ষের সকালে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভক্তদের, সঙ্গে আরও এক ঘোষণা। ‘রঘু ডাকাত’ আসছে। লিখলেন, ‘ঠিক যেমনটি বলেছিলাম, খাদান-এর পর, আসছে রঘু ডাকাত’। সঙ্গে পুজো ২০২৫। কিন্তু গল্পে আসে আরেক ট্যুইস্ট! ছবিটির প্রযোজনায় আর থাকে না সুরিন্দর ফিল্মসের নাম। প্রযোজনায় আবর্তিত হয় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সঙ্গে দেব ভেঞ্চার্স।
সূত্রের খবর, এসভিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে দীর্ঘ আলোচনা হয় দেবের। ঠিক হয়, যৌথভাবে পরিচালনা সঙ্গে পাশাপাশি ‘রঘু ডাকাত’-এর সৃজনশীল পরিচালনার দায়ভার বর্তাবে দেবের উপরই। মূলত, এই দুই শর্ত মেনেই দেবের সঙ্গে হাত মেলায় পূর্ব ভারতের বৃহত্তম প্রযোজনা সংস্থা। এরপর ‘গল্পের পার্বণ ১৪৩২’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ‘রঘু ডাকাত’।
এরপর ঘটেছে বেশ কয়েকটি ঘটনা। যা বেশ উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণও বটে। ‘রঘু ডাকাত’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত বেশিরভাগ ছবিতেই মিউজিকের দায়িত্বে ছিলেন, বিক্রম ঘোষ। সূত্রের খবর, ধ্রবর ‘রঘু ডাকাত’-এ থাকছেন না বিক্রম। ম্যাগনাম ওপাসের গোটা মিউজিক্যাল জার্নি সাজাতে চলেছেন ‘খাদান’খ্যাত রথীজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চট্টোপাধ্যায়। শুধু তাই নয় ধ্রুব পরিচালিত ফিল্ম-সিরিজ মিলিয়ে তিনটে কনটেন্টের সম্পাদনার দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক। কিন্তু শুরুর দিকে ‘রঘু ডাকাত’-এ তাঁর কাজ করার কথা থাকলেও, তিনি আর ছবিতে কাজ করছেন না। এডিটিংয়ে থাকছেন, মহম্মদ কালাম। অন্যদিকে, খাদান খ্যাত ‘কিশোরী’ও যোগ দিয়েছেন টিম ‘রঘু ডাকাত’-এ।
‘খাদান’-এর সুপারহিট সূত্রই কি কাজে লাগাতে চাইছেন সৃজনশীল পরিচালক দেব? তা অবশ্য জানা যায়নি। ৭ মাসের অপেক্ষার পর জানা যাবে উত্তর। তবে, যা জানা যাচ্ছে, ‘ডাকাত’ হতে কঠিন পরিশ্রম করছেন দেব। নিয়মিত শিখছেন ঘোড়সওয়ারি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পালকেও।