শেষ আপডেট: 15th May 2023 04:44
দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। নিষিদ্ধ করা কিংবা করমুক্ত করার টানাপড়েনের মাঝেই এবার দুর্ঘটনার কবলে পড়লেন ছবির নায়িকা আদা শর্মা এবং পরিচালক সুদীপ্ত সেন (Adah Sharma Sudipta Sen met accident)। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
তবে দুজনেই আপাতত বিপদমুক্ত রয়েছেন বলে সূত্রের খবর। জানা গেছে, হিন্দু একতা যাত্রার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য করিমনগরে যাচ্ছিলেন অভিনেত্রী আদা এবং সুদীপ্ত সেন। তখনই পথ দুর্ঘটনায় পড়েন তাঁরা। আহত অবস্থায় দুজনকেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয় হাসপাতালে। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আশ্বস্ত করেছেন আদা। জানিয়েছেন, ঠিক আছেন তিনি ও সুদীপ্ত দুজনেই। 'আমি ভাল আছি। অনেকেই মেসেজ করেছেন, বুঝতেই পারছি আপনার অত্যন্ত চিন্তায় রয়েছেন। তবে এটুকুন জানাচ্ছি, আমরা সকলেই ঠিক আছি। বড় বিপদ হয়নি।' খোঁজ নেওয়ার জন্য ভক্তদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
আদার আগে সুদীপ্ত নিজেই ইঙ্গিত দিয়েছিলেন দুর্ঘটনার। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, করিম্নগরের জনসভায় যাওয়ার কথা থাকলেও স্বাস্থ্যের অবনতি হওয়ায় যাওয়া সম্ভব হচ্ছে না। তার জন্য মার্জনা চেয়ে নেন পরিচালক। সকলকে পাশে থাকারও আর্জি জানান তিনি। তারপরেই দুর্ঘটনার কথা স্বীকার করে নেন আদা।
প্রসঙ্গত, 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক জারি রয়েছে এখনও। অশান্তির আঁচ পেয়েই পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছবিটি, যা নিয়ে আদালতে মামলাও উঠেছে। অন্যদিকে যোগীরাজ্য উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে করমুক্ত করা হয়েছে ছবিটিকে। বিতর্কের আবহে মুক্তি পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই বিপুল ব্যবসা করেছে ছবিটি। এখনও পর্যন্ত ১০০ কোটি টাকারও বেশি আয় করেছে দ্য কেরালা স্টোরি।
মমতাই আদর্শ! আইনি মতে পদবী বদলে ‘বন্দ্যোপাধ্যায়’ করলেন নদিয়ার সেই হেডস্যার