শেষ আপডেট: 11th March 2025 14:45
নতুন গিল্ডের (DAEI) সদস্যরা আজ অনেকেই নেই। বড় নামকরা পরিচালকরা ইতিমধ্যে ফিরে গিয়েছেন পুরনো গিল্ডে (EIMPDA)। আর যাঁরা এখনও রয়ে গিয়েছেন, তাঁদের বেশিরভাগজন আজ ক্ষুব্ধ, বিরক্ত, বীতশ্রদ্ধ। একাধিক কারণ রয়েছে পরিচালকদের। গিল্ডের সব সিদ্ধান্ত নেওয়ার পর শুধুমাত্র জানানো হয়েছে, তাঁদের। সিদ্ধান্তে সক্রিয়ভাবে অংশ নেননি তাঁরা। বারবার অভিযোগ উঠেছে DAEI গিল্ড সম্পাদক সুদেষ্ণা রায় এবং সভাপতি সুব্রত সেনের বিরুদ্ধে। বড় পরিচালকরা দল বদলাতে DAEI হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছেন এক পরিচালক। লিখেছেন, ‘মাননীয়া সম্পাদককে জিজ্ঞেস করছি আপনারা কি চিন্তাভাবনা করছেন আমাদের জানান...এখানে অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে’। অন্যদিকে পরিচালক দেবজ্যোতি ঘোষালের অভিযোগ, ‘দিনের পর দিন ধৈর্য ধরতে বলা হয়েছে আমাদের। বলা হয়, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে, আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা সেই কথামতো সবাই চুপ করে ছিলাম। এখন দেখছি গোটাটাই শেষের দিকে!’
এমন এক সময়, যখন ধীরে ধীরে DAEI পরিচালকদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, নিজেদের ‘সর্বহারা’ মনে হচ্ছে, বিশ্বাস করতে পারছেন না সংগঠন কর্তৃপক্ষকে, ‘দ্য ওয়াল’-এর তরফ থেকে ফোন করা হয়, সুদেষ্ণা-সুব্রতদের। কিন্তু কেউই সে সময়ে জবাব দেননি। এমন এক ‘বিক্ষুব্ধ’ পরিস্থিতিতে ঘটে আরেক কাণ্ড। সূত্রের খবর, এখনও অবধি, DAEI-এর তরফ থেকে ফেডারেশনের কাছে সদস্যদের জন্য ‘মেডিক্লেম কার্ড’-এর আবেদন জমা পড়েনি। শুধুমাত্র তাই নয়, পরিচালকদের ইউনিক কার্ডের (unique card) জন্য অ্যাপ্লাই করতে হয় গিল্ড কর্তৃপক্ষের। অভিযোগ, তাও করা হয়নি।
এও খবর পরবর্তীকালে ইউনিক কার্ড ছাড়া কোনও পরিচালক পরিচালনার কাজ করতে পারবেন না। পুরনো গিল্ডে (EIMPD) সদস্যদের মিলেছে ইউনিক কার্ড, আর কয়েকদিনের মধ্যেই মিলতে চলেছে স্বাস্থ্য কার্ডও। প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। কিন্তু DAEI সদস্যদের হাতে আসেনি এখন একটি কার্ডও। এমতো অবস্থায় সভাপতি সুব্রত সেন FCTWEI (Federation of Cine Technicians & Workers of Eastern) হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রশ্ন করেন, তিনি লেখেন, ‘বলিছি জাস্ট জিগ্যেস করছি, ক্ষমা করবেন সকলে, আপনারা সকলে এ বছর স্বাস্থ্য কভারেজ পেয়েছেন? আমরা পেয়ে গেছি। আপনারা পেলেন?’ আর এই মেসেজেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন DAEI পরিচালকদের একাংশ। প্রশ্ন উঠেছে যেখানে, DAEI পরিচালকদের কোন স্বাস্থ্য কভারেজ কার্ড পাননি। শুধু তাই নয়। সংগঠন আবেদন পর্যন্ত করেননি। কীভাবে DAEI সভাপতি ‘স্বাস্থ্য কভারেজ’ নিশ্চিত করলেন?
দীর্ঘদিন ধরে পরিচালনার কাজ করছেন অনুপম চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাধিক তথ্যচিত্র পরিচালনা করেছেন তিনি। DAEI গ্রুপে একটি ভয়েস নোট পাঠান অনুপম। তিনি বলেন, ‘কী নির্লজ্জ ব্যাপার , আমরা এখনও পর্যন্ত মেডিক্যাল কার্ড পেলাম না। অথচ তিনি অন্যদের জিজ্ঞেস করছেন, তারা মেডিকেল কভারেড পেয়েছেন কি না। তারপর তিনি নির্লজ্জের মতো লিখছেন, যে হ্যাঁ আমরা মেডিকেল কভারেড পেয়ে গিয়েছি!’
‘দ্য ওয়াল’-এর তরফ থেকে ফোনে ধরা হয়, অনুপম চক্রবর্তীকে। তিনি বলেন, ‘উনি সংগঠনে সভাপতি। উনি ফেডারেশনের গ্রুপে লিখছেন, মেডিকেল কার্ড পেয়ে গিয়েছি। আর আমরা যারা বাকি সদস্যরা কী দোষ করলাম, কী অপরাধ করলাম। আমরা কেন পরিষেবা পেলাম না। চার বছরে আমাদের ইউনিক কার্ড নেই। কিচ্ছু করেনি। আজ ফেডারেশনের সভাপতি বলছেন, ইউনিক কার্ড ছাড়া কাজ করতে পারব না! আমাদের কী হবে? কী করে এতটা নির্লজ্জ হতে পারেন DAEI সভাপতি?’
গোটা বিষয় নিয়ে আবারও যোগাযোগ করা হয় সুব্রত সেনকে। তিনি বলেন, ‘আমার কোনও বক্তব্য নেই, যতক্ষণ এক্সিকিউটিভ কমিটি মিটিং হচ্ছে। আলোচনার পর সিদ্ধান্ত জানাতে পারি’
প্রশ্ন উঠছে সুব্রত সেন DAEI সভাপতি। একটা গোটা গিল্ডের দায়ভার তাঁর উপর বর্তায়। ঠিক এমন সময়ে যেখানে ‘ধৈর্য’ হারাচ্ছেন, পরিচালকরা। কারণ একের পর এক বড় পরিচালকরা গিল্ড ছেড়ে বেরিয়ে আসছে। একাধিক পরিচালকদের মনে হচ্ছে, তাঁরা ‘প্রতারিত’। সেই সময়ে ‘কোনও বক্তব্য’ না রাখা কি একজন DAEI সভাপতির থেকে প্রত্যাশিত?