শেষ আপডেট: 11th March 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: এক সময়ে এখনকার ‘পরিচালক’ ও অভিনেত্রীর তুখড় প্রেম ছিল। ১২ বছরের প্রেম। তবে সে প্রেম ভেঙে যায়। তবে, প্রেম জীবনে ঝড় এলেও, শান্ত ছিল দু’জনের পেশাগত জীবন। বহু দিনের দূরত্ব মিটল নতুন ছবির হাত ধরে। পরিচালক সৌপ্তিক চক্রবর্তীর নতুন ছবি ‘দেবী’তে অভিনয় করছেন প্রাক্তন প্রেমিকা রণিতা দাস। ছবির প্রথম লুক এল প্রকাশ্যে। রণিতার বয়স ছবিতে আঠেরো। ঠিক সেভাবেই সাজানো হয়েছে তাঁকে। ছবিতে রণিতা ছাড়াও রয়েছেন, সোমরাজ মাইতি, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং অঞ্জনা বসু।
ছবির গল্পে, উঠে এসেছে বহু বছর আগেকার এক ঘটনা। কালবুনির ঘন জঙ্গল। আর সেখানে এক ডাইনির বাস। মায়া। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ডাইনি হওয়ার স্বপ্ন তাঁর মাথার ভিতর। আর তাই কাছাকাছির গ্রাম থেকে নবজাতক মেয়েদের অপহরণ করে আহুতি দিত সে পিশাচের কাছে। ১০০টি শিশু বলি দেওয়ার পর, মায়ার সামনে আবির্ভাব হয় সেই পিশাচের। সে মায়াকে জানায়, একটি মেয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে, যার মধ্যে রয়েছে দৈবশক্তি। তাঁর হাতেই লেখা মায়ার মৃত্যু! তা শুনে মায়া পাগল হয়ে ওঠে। মায়াকে ধ্বংস করার আগেই তাঁকে খুঁজতে হবে সেই মেয়েকে।
অন্য দিকে এই শহরে সূর্য ও মনিমালার সন্তান হিসেবে জন্ম নেয় দেবী। মা মনিমালা অতিপ্রাকৃত শক্তির অধিকারী। আর বাবা সূর্য একজন মানুষ। দেবীর জন্মের পরই শেষ নিশ্বাস ত্যাগ করে মণিমালা। গোটা পৃথিবী থেকে লুকিয়ে, সুরক্ষার ঘেরোটোপে রেখে দেবীকে বড় করে তোলে সূর্য কিন্তু শেষমেশ, সমস্ত প্রচেষ্টার পরেও, দেবীকে খুঁজে পায় মায়া। শহরের ছদ্মবেশে দেবীর কাছে পৌঁছোয় মায়া। পিশাচের ভবিষ্যদ্বাণী কি সত্যি হবে?
দেবী চরিত্রে অভিনয় করছেন রণিতা দাস। বললেন, ‘চরিত্রটি ইন্টারেস্টিং! দেবী একজন মানুষ কিন্তু তাঁর সুপারপাওয়ার রয়েছে। বাংলা সিনেমার প্লটে সুপারহিরোইন চরিত্র খব একটা থাকে না, তাই এটা একটু আলাদা!’
কী বলছেন প্রাক্তন প্রেমিক-পরিচালক সৌপ্তিক? ‘দেবী আসলে আমার ‘মনিহারা’র সিকোয়েল। মনিহারা হরর কমেডি ছিল। কিন্তু ‘দেবী’ বাংলার প্রথম হরর ফ্যান্টাসি! আমি পেত্নী, ডাইনি, ব্রহ্মদৈত্তদের সঙ্গে বাঙালি ভূত মিশিয়ে পৃথিবী তৈরি করছি। আমরা ছোটবেলার যে সকল গল্পগুলো শুনতাম সেগুলো দর্শকদের আবার মনে পড়ে যাবে।’
‘দেবী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল অরুণাদয় ব্যানার্জি, তিনি বললেন, ‘আমি দেবীর বাবা। সূর্য এমন একটি চরিত্র যে তাঁর মেয়েকে সব রকমভাবে রক্ষা করতে চায়। সে চায় না দেবীর সুপারপাওয়ার বাস্তব জগতে প্রকট হোক। কাজের অভিজ্ঞতা দারুণ। সৌপ্তিক নিজে একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা, ওর ছোট-ছোট ডিটেলিং নিয়ে কাজ করছি।’ ছবিতে ‘মায়া’ হয়েছেন অঞ্জনা বসু, ‘আমি কখনও এমন ধরণের চরিত্রে অভিনয় করিনি। নিজেও অনেকটা ইনপুট দিয়েছি এবং পরিচালকও সহযোগিতা করেছে। কাজ করে আনন্দ হচ্ছে।’ বললেন অভিনেত্রী।