শেষ আপডেট: 5th July 2023 07:20
দ্য ওয়াল ব্যুরো: শেষ কয়েকটি ছবি একেবারেই চলেনি। তারপরেও হাত ভর্তি কাজ কঙ্গনা রানাউতের। ‘এমার্জেন্সি’, ‘সীতা: দ্য ইনকারনেশন’, ‘তেজস’-সহ অজস্র কাজ এখন সামনে। কোনওটা মুক্তির দোরগোড়ায়, কোনওটার আবার শ্যুটিং চলছে। এরমধ্যেই অভিনেত্রী নিজের পরবর্তী ছবি ‘তেজস’-এর মুক্তির দিন ঘোষণা করে দিলেন ইনস্টাগ্রামে। জীবনীমূলক এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই সিনেমামহলে প্রত্যাশা তুঙ্গে। ঠিক সেই সময়েই ছবির একটি নতুন পোস্টার প্রকাশ করে কঙ্গনা বললেন, আগামী ২০ অক্টোবর ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে।
এয়ারফোর্স পাইলট তেজস গিলের জীবনীমূলক সিনেমা ‘তেজস’। সেখানেই নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। বাস্তবের হিরোদের গল্প বলতে কঙ্গনা বরাবরই ভালবাসেন। এবারও সেইরকমই স্ক্রিপ্ট পছন্দ করেছেন তিনি। বুধবার সকালে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমাদের বিমানবাহিনীর বীর পাইলটদের সাহসিকতার প্রতি সম্মান জানাই। আগামী ২০ অক্টোবর ‘তেজস’ মুক্তি পাবে।” এরপর সেখানেই ছবির প্রযোজকদের মেনশন করে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা।
ছবির গল্প লিখেছেন সর্বেশ মেওয়ারা। পরিচালনাও করেছেন তিনি। প্রত্যেক বছরই দশেরার ছুটিতে কোনও না কোনও হিন্দি ছবি মুক্তি পায়। ইদ, দিওয়ালি বা ক্রিসমাসের সময় যেভাবে ছবিগুলির ধাক্কাধাক্কি শুরু হয়, দশেরায় তেমনটা দেখা যায় না কখনওই। এবার তাই সেই ছুটিতেই নিজের সিনেমা নিয়ে আসছেন কঙ্গনা। এখন দেখার, ফাঁকা মাঠে অভিনেত্রী গোল দিতে পারেন কিনা। কারণ, এর আগে তাঁর শেষ কয়েকটি প্রোজেক্ট একেবারেই সফল হয়নি। ‘লক্ষ্মীবাই’ থেকে ‘ধক্কড়’—বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। তাই ‘তেজস’ সফল না হলে কঙ্গনার কেরিয়ারে প্রায় ডোবার মুখে চলে যাবে, তা হলফ করে বলা যায়।
'এমারজেন্সি'র প্রথম টিজার প্রকাশ্যে, মুক্তির দিনক্ষণ জানালেন কঙ্গনা