শেষ আপডেট: 27th July 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় জট কাটতেই চাইছে না। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগ উঠেছে টলিউডের পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। গত কয়েকদিন ধরে রাহুলের কর্মবিরতির নির্দেশ নিয়ে তোলপাড় স্টুডিও পাড়া। শনিবারও জটিলতা রয়েই গেল।
রাহুল মুখোপাধ্যায়ের ঘটনায় টলিপাড়া দু'ভাগ হয়েছে। শুক্রবারই খবর মেলে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। কিন্তু শেষরক্ষা হল না। ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দিল না ফেডারেশন। আজ অর্থাৎ ২৭ জুলাই থেকে এসভিএফের পুজোর ছবির শুটিং শুরু কথা ছিল। পরিচালকের আসনে রাহুল মুখোপাধ্যায়। কথামত কলাকুশলীরা হাজির হলেও এদিন টেকনিশিয়ানদের দেখা মিলল না।
ফেডারেশনের সিদ্ধান্তে নড়ে চড়ে বসে টলিউডের পরিচালকরা। আগে যাঁরা সোশাল মিডিয়ায় গোটা ঘটনার প্রতিবাদ করেছিলেন, শনিবার তাঁরাই পৌঁছে যান টেকনিশয়ান স্টুডিওতে। রাহুলের সমর্থনে শনিবার সাতসকালে চোখে পড়ে সৃজিত মুখোপাধ্য়ায়, রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজা চন্দর মতো টলিউড পরিচালকদের 'একতা'। স্টুডিওতে যান দেব, প্রসেনজিৎ, অনির্বান সহ আরও অনেক অভিনেতা। বেশ অনেকক্ষণ পুজোর ছবির শুটিংয়ে টেকনিশিয়ানদের জন্য অপেক্ষা করেন সকলে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টেকনিসিয়ানরা না আসায় ক্ষোভ প্রকাশ করেন কলাকুশলীরা।
এদিকে টেকনিশিয়ানরা উপস্থিত না থাকলেও 'শুটিং হবেই', এই দাবিতে অনড় টলিপাড়ার পরিচালকরা। এমনকী তাঁদের দাবি না মানলে, সঠিক সমঝোতা না হলে পাল্টা সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন বাংলার পরিচালকেরা। শোনা যাচ্ছে, শুক্রবার টেকনিশিয়ানদের কাছে এদিনের শ্যুটিংয়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয় ফেডারেশনের তরফে।
এপ্রসঙ্গে রাজ চক্রবর্তী জানিয়েছেন, একজন পরিচালক ছাড়া ছবির কোনও কাজ সম্ভব নয়। তাই দু'দিনের মধ্যে ফেডারেশন এই পরিস্থিতির মীমাংসা না করে তাহলে কোনও পরিচালক ফ্লোরে যাবে না। কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "আমাদের প্রত্যেকের জন্যই এই পরিস্থিতি খুবই অপমানের। আমরা পরিচালক, কোনও প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হয়ে কাজ করি না। তাই আমাদের কাজ আটকানোর কারওর অধিকার নেই।" সহমত পোষণ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ও।