শেষ আপডেট: 9th December 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: অনন্ত অম্বানির বিয়ে থেকে শুরু হয়েছিল গুঞ্জন। তারপর গণেশ চতুর্থী, আরাধ্যার জন্মদিন। অভিষেক-ঐশ্বর্যকে একসঙ্গে দেখতে না পেয়ে শুরু হয় চর্চা। অভিষেককে আক্রমণ করতেও ছাড়েনি নেটিজেনদের একাংশ। এই পরিস্থিতিতে জল্পনায় জল ঢেলে একটি বিয়ে বাড়িতে উপস্থিত হন বলিউডের পাওয়ার কাপল। তারপরই দ্বিতীয় সন্তান নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
সম্প্রতি রীতেশ দেশমুখের একটি চ্যাট শো-তে হাজির হয়েছিলেন 'আই ওয়ান্ট টু টক' অভিনেতা। সেখানে একাধিক বিষয়ে আড্ডার মাঝেই বচ্চন পরিবারের নামের ট্র্যাডিশন নিয়ে কথা ওঠে। 'অ' দিয়ে শুরু হয়েছে প্রায় সকলের নাম, অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যা..। রীতেশ ঠাট্টা করে বলেন, শ্বেতা ও জয়া আন্টি কী করলেন, যে তাঁদের নামের প্রথম অক্ষর 'অ' নয়। এই প্রশ্নের উত্তরেই মজা করেন অভিষেক। যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
রীতেশের ওই প্রশ্নের জবাবে অভিষেক বলেন, 'মা বা দিদির নামের শুরুতে কেন অ নেই, সেটা ওঁদের জিজ্ঞাসা করলেই ভাল। আসলে আমার মনে হয়, এটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে আমাদের বাড়িতে। অভিষেক, আরাধ্যা..।'
কথা থামিয়ে রীতেশ প্রশ্ন করে বসেন, 'আরাধ্যার পর?' অভিষেক বলেন, 'না এবার পরের জেনারেশন এলে, তখন দেখা যাবে বিষয়টা।' এখানেই শেষ হয়নি দুই অভিনেতার কথোপকথন।
রীতেশ জুনিয়র বচ্চনকে এরপর বলেন, 'কে এতদিন অপেক্ষা করবে? যেমন রীতেশ, রিয়ান, রাহিল.. (রীতেশের দুই ছেলে)। তেমনই অভিষেক, আরাধ্যা..।' শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় অভিষেকের। যদিও এর উত্তর খুব মজার ছলে দেন তিনি। রীতেশকে মনে করিয়ে দেন মজা করার আগে বয়স দেখতে। অভিষেক রীতেশের চেয়ে বয়সে বড়, সেকথা উল্লেখ করে বিষয়টি থেকে বেরিয়ে যান তিনি।
হাসি-মজার পর পরে শুরু হয়, অন্য বিষয়ে আলোচনা।
বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের এই উত্তর মন জয় করেছে ভক্তদের। অনেকেই অভিষেককে পাল্টি খেয়ে পারফেক্ট হাসব্যান্ড বলতে শুরু করেছেন।