শেষ আপডেট: 16th October 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: লাভার থেকে অগস্ট। টেলর সুইফ্টের গানে মত্ত একটা আস্ত জেনারেশন। ভক্তের সংখ্যা অগুন্তি। নতুন গান এলেই তা নিয়ে উন্মাদনার শেষ থাকে না। এই টেলর সুইফ্টেরই এবার বই আসতে চলেছে মার্কেটে। তাঁর জীবনের সবচেয়ে সেরা কনসার্ট ও গানের ট্রিপের অভিজ্ঞতা এই বইয়ের মাধ্যমে শেয়ার করবেন তিনি। তবে, তাঁর ভক্তরা মনে করছেন, বইটি র মাধ্যমে টেলরের ব্যক্তিগত জীবনের অনেক গল্পও সামনে আসবে।
'এরাস ট্যুর', টেলরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশেষ ট্যুর। যা এখনও ভক্তদের সঙ্গে ভাগ করে নেননি। তাই শেয়ার করা হবে এই বইয়ের মাধ্যমে। থাকবে ছবি, বিভিন্ন গল্পের অংশ তথা এক টুকরো এরাস ট্যুর।
২৫৬ পেজের এই বই গোটাটাই ট্যুর নিয়ে হবে এমন নয়। সূত্রের খবর, টেলরের সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের কিছু গল্পও এই বইয়ে রাখা হবে। যা নিয়ে ইতিমধ্যেই উৎসুক ভক্তরা।
তবে সংবাদসংস্থার রেডার অনলাইনকে তাদের সূত্র আরও জানিয়েছে, 'টেলর এই বিশেষ ট্যুরটি উদযাপন করতে এই বই আনছেন। ঠিক যেভাবে নিজের মতো করে গান করেন তিনি, এই বইতেও সেই বিষয়টিই দেখা যাবে।'
তার চেয়েও বড় হল, এই যাত্রা পথে টেলরের যে সব শোম্যানস তথা রোম্যান্টিক সম্পর্ক তৈরি হয়েছিল সেই প্রসঙ্গও যেমন থাকবে, তেমনই থাকবে তাঁর খারাপ সব অভিজ্ঞতার কথাও। মানে টেলর স্যুইফটের জীবনে প্রেম কতবার এসেছিল, এতদিনে তা নিয়ে এই আখ্যানে একটা ধারণা পাওয়া যেতে পারে।
বইয়ের বিষয়টি গুড মর্নিং আমেরিকায় ঘোষণা করেন। শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। বইটির নামও প্রকাশ্যে এনেছেন তিনি। 'দ্য অফিশিয়াল এরাস ট্যুর বুক।'
প্রসঙ্গত, এরাস নিয়ে একটি মুভিও হয়। যা রেকর্ড করে। আয় করে ২৬০ মিলিয়ন ডলার।