শেষ আপডেট: 5th January 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেতা-গায়ক তাহসান। পাত্রী রোজা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। দ্বিতীয় বিয়ে নিয়ে প্রথম থেকেই চুপ ছিলেন তাহসান। তবে শনিবার সন্ধে নামতেই বাংলাদেশের দৈনিক 'প্রথম আলো'কে তিনি জানান, দুই পরিবারের সম্মতিতেই নতুন জীবন শুরু করেছেন তাঁরা।
একদিনে তাহসান যখন নতুন বিয়ে নিয়ে উচ্ছ্বসিত, ঠিক তখনই তাঁর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াৎ রশিদ মিথিলাও সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। তা দেখেই নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, মিথিলার ওই পোস্ট কি ইঙ্গিতবাহী?
তাহসান ও মিথিলার মেয়ে আইরা। প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের দিন সেই আইরার সঙ্গেই ছবি শেয়ার করেছেন মিথিলা। মেয়ে পাশেই আছে-- এমন বার্তাই কি দিয়েছেন তিনি? অনেকের ধারণা তেমনটাই। যদিও তাহসানের বিয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিথিলাকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। এমনকি এ নিয়ে সংবাদমাধ্যমের সামনেও মুখ খোলেননি তিনি।
২০১৯ সালে নতুন করে জীবন শুরু করেছিলেন মিথিলাও। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। যদিও টলিউডের গুঞ্জন জানাচ্ছে, সৃজিত ও মিথিলার আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও সম্পর্ক ভাল নেই তাঁর, সুরে তাল কেটেছে বহু আগেই। উল্লেখ্য মিথিলা যেদিন দ্বিতীয়বার বিয়ে করেন সেদিন মেয়ে আইরার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন মিথিলা। এবার তাহসানের বিয়ের দিনেও দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। মিথিলাও কি অনুসরণ করলেন তাহসানকে, নাকি গোটা ব্যাপারটাই নিছক কাকতালীয়? উঠছে প্রশ্ন। শনিবার বিয়ের পরই প্রথম বার ফেসবুকে রোজার সঙ্গে ছবি শেয়ার করেন তাহসান। লেখেন, 'কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
রোজা আহমেদ বাংলাদেশের বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে। বহু বছর ধরেই তাহসান ও তাঁর চেনাশোনা রয়েছে। তবে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন গত বছর, এমনটাই জানাচ্ছে 'প্রথম আলো'র প্রতিবেদন।