শেষ আপডেট: 7th April 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: ফের ক্যানসার (cancer relapsed) আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী তথা লেখিকা-পরিচালক তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)। ২০১৮-এর পর এই নিয়ে দ্বিতীয় বার মারণরোগের কবলে তাহিরা। আরও একবার জারি এই লড়াই। আজ সোমবার, ইনস্টাগ্রামে ব্রেস্ট ক্যানসার (breast cancer) ফিরে আসার খবর জানালেন তাহিরা।
জীবন যদি লেবু উপহার হিসেবে দেয় কাউকে, তাহলে ওই লেবু দিয়ে লেমোনেড তো বানানোই যায়। কিন্তু তাহিরা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, জীবন যদি সেই লেবু আপনাকে ছুড়ে মারে তাহলে শান্তভাবেই লেবু চিপে তা দিয়ে পছন্দের কালা খাট্টা বানিয়ে নিন। তারপর ধীরে সুস্থে তাতে চুমুক দিন বরং। কারণ স্বাদ বদলের জন্য সেটা ভাল।
ইনস্টাগ্রাম পোস্টে তাহিরা লিখেছেন, ‘সাত বছরের সংগ্রাম নাকি নিয়মিত স্ক্রিনিং (regular screening), এটা ব্যক্তিগত বিষয়। আমি শেষেরটাই বেছে নেব, সবাইকে সেটাই পরামর্শ দেব। নিয়মিত ম্যামোগ্রাম (mamogram) করান। এটা দ্বিতীয় অধ্যায় আমার, কিন্তু আমি প্রস্তুত।’ তাঁর পোস্টে আয়ুষ্মান (Ayushmann Khurrana) লিখলেন, 'আমার হিরো'। সঙ্গে লাল হৃদয় এবং একটি অশ্রুসজল ইমোজি।
তাহিরার এই কঠিন সংগ্রামে স্বামী আয়ুষ্মান তো রয়েছেনই, পাশে রয়েছে বলিউডও (bollywood)। প্রযোজক গুণীত মোঙ্গা কমেন্টে লিখেছেন, ‘ভালবাসি তোমাকে। এই সময়টাও পেরিয়ে যাবে। লড়াই জিতে ফিরে আসবে তুমি।’ আর এক ক্যানসার বিজয়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রেও তাহিরাকে তাঁর ভালবাসা জানিয়ে লিখেছেন, ‘কিছু বলার নেই। অনেক ভালবাসা পাঠালাম। আমার প্রার্থনা রইল তোমার জন্য’।
ফের ক্যানসার (cancer) আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাহিরাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁদের কথায়, ‘ঈশ্বর তাঁর সন্তানদের এভাবেই পরীক্ষা নেন। আমরা জিতবই।’ কেউ বলেছেন, ‘তুমি সিংহীর মতোই জিতে ফিরবে।’
আগেরবার ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ জিতে ফিরে তাহিরা সোশ্যাল মিডিয়ায় সবাইকে এই রোগের ব্যাপারে সতর্ক করেছিলেন। যত তাড়াতাড়ি ধরা পড়বে, মারণরোগের থাবা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এমন নানা তথ্য তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি শেয়ার করে নিয়েছিলেন।
প্রসঙ্গত, তাহিরা ও আয়ুষ্মানের এক ছেলে এবং মেয়েও রয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবসে এই খবর পেয়ে তাহিরা সেটাকে জীবনের পরিহাসই ভেবে এগিয়ে চলতে চান। কিন্তু হার মেনে নেওয়া তো তাহিরার জীবন-সিলেবাসেই নেই। এবারও তিনি তাঁর সবটা দিয়েই ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান। পাশে রয়েছে গোটা পরিবার।