
কেন মহিলাদের ফিটনেস (fitness) ধরে রাখতে গিয়ে আজও এত একঘেয়ে, বস্তাপচা কথাবার্তা শুনতে হবে, বিস্মিত তাপসী। এটা খুবই দুঃখজনক, বলেছেন তিনি। মেয়েদের পেশী থাকতে নেই, কে এই নিয়ম চালু করল, তাঁর প্রশ্ন।
এর আগে তাপসী ওজন ঝরানোর চেষ্টা করার সময়কার একটি কাহিনি শুনিয়েছেন। বলেছেন, আমি এও শুনেছি, শুধু কার্ডিও করো, ওয়েটলিফটিং কোরো না। আমিও সেই বোকার মতো পরামর্শে তখন কান দিয়েছিলাম কেননা সেসময় ততটা সোজাসাপটা মনের মানুষ ছিলাম না যে, পাল্টা প্রশ্ন করব। কিন্তু সময় এগনোর সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি, এসব একেবারে ভুল কথা।
কেন মেয়েদের নির্দিষ্ট একটা চেহারাই লােকে পছন্দ করে, বুঝতে পারেন না তিনি। তাপসী বলেছেেন, মাসল তৈরি হলেও একটা মেয়ের শরীর ছেলের শরীর হবে না। মেয়ের শরীরই থাকবে, কেননা তার গঠনের ধরনই আলাদা।
রশমি রকেটে ছেলেদের মতো শরীরী গঠনের জন্য সমালোচনার পাল্টা তাপসী বলেছেন, লোকে হয়তো আমার বিকিনি পরা ছবি দেখতে বলে উঠত, ও কী বডি, সো হট! কিন্তু আমার কাছে তেমন শরীরই প্রশংসার যোগ্য যা কঠিন পরিশ্রমে গড়ে তোলা।
তাপসী বলেছেন, আমি বরং কারও ঈশ্বরপ্রদত্ত রোগা চেহারার তুলনায় বেশি প্রশংসা করব সেই শরীরের যা পরিশ্রম, ঘাম ঝরিয়ে তৈরি করা।
রশমি রকেট-এর পর তাপসীকে দেখা যাবে তাহির রাজ ভাসিনের সঙ্গে ‘লুপ লপেটা’য়। এছাড়া ভারতীয় একদিনের মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালী রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’-তেও অভিনয় করবেন তিনি। থ্রিলার ‘দোবারা’-র কাজও তাঁর হাতে রয়েছে।