সাভারকরের চরিত্রে রণদীপ হুডা
শেষ আপডেট: 23rd March 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দিনেই ১ কোটি ১৫ লক্ষ টাকা পকেটে পুরল সাভারকর। শুক্রবার মুক্তিপ্রাপ্ত স্বতন্ত্র বীর সাভারকরের বক্স অফিস সংগ্রহের গতি পিছনে ফেলে দিয়েছে কুণাল খেমু পরিচালিত প্রথম ছবি মাদগাঁও এক্সপ্রেসকে। রণদীপ হুডা এই ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা ও অভিনন্দন কুড়িয়েছেন। এখনও বাকি রয়েছে উইকএন্ডের সঙ্গে হোলি উৎসব মিলিয়ে জ্যান্ত তিনদিনের অখণ্ড ছুটি। ফলে সাভারকরের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই উল্লাসী গোটা টিম।
রণদীপ হুডা এই ছবির জন্য ৩১ কেজি ওজন কমিয়েছেন। এসব তথ্য এখন অনেকেরই জানা। কিন্তু, একজন বিতর্কিত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের জীবনীচিত্র যে এরকম লাভ ঘরে তুলবে তা ভাবতে পারেননি অনেকেই। ছবির মুক্তির অনেক আগে থেকেই হুডাকে নিয়ে মিডিয়া যে প্রচার দিয়েছে, অনেকটাই তার ফল বলে অনেকের ধারণা। তবু লোকসভা ভোটের ঠিক মুখে আরএসএসের ভাবগুরু সাভারকরের জীবনআলেখ্য এমন সাড়া ফেলবে তা কল্পনায় আনেননি অনেকেই।
২২ মার্চ হিন্দি ও মারাঠি ভাষায় দেশজুড়ে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে রয়েছেন অঙ্কিতা লোখাণ্ডে এবং অমিত সিয়াল। বীর সাভারকরের স্বাধীনতা সংগ্রামী চরিত্র থেকে ব্যক্তি জীবন ফুটে উঠেছে এই ছবিতে। ছবির সমালোচনায় কেউ কেউ মন্তব্য করেছেন ভালো-মন্দ মিলিয়ে এই ছবিতে রণদীপ হুডা ছড়িয়ে আছেন সর্বত্র। সাভারকরের চরিত্রে অভিনয় ছাড়াও ছবির পরিচালক, সহকারী লেখক, সহ প্রযোজক তিনিই।
চরিত্রের সঙ্গে সাযুজ্য বজায় রাখতে হাড়ের উপর চামড়া লাগানো চেহারা দেখে দর্শকদের পিলে চমকে যাবে। আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে ব্রিটিশ পুলিশের নারকীয় অত্যাচার দেখে শিউরে উঠবেন মানুষ। নায়কোচিত নেতা থেকে অসহায় বন্দিদশা দু ক্ষেত্রেই রণদীপের অভিনয় প্রশংসাযোগ্য।