শেষ আপডেট: 27th September 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে দিনের পর দিন রাস্তায় নেমেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন বারবার। সেই আবহের মধ্যেই পুজোয় আসছে তাঁর অভিনীত ছবি ‘টেক্কা’। শহরে যার পোস্টার পড়তেই বিতর্কের ঝড় ওঠে। বলা হয় অভিনেত্রীর রাস্তায় থাকা আসলে লোক দেখানো। ছবির ব্যবসার খাতিরেই তিনি এসব করছেন এই কথাও ওঠে।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে স্বস্তিকা লেখেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুন ভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানিনা। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন। খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে… মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’
’টেক্কা’র প্রমোশনে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে পুরোনো প্রেম নিয়েই কথা বলতে শোনা যায় স্বস্তিকাকে। যা নিয়ে নেটিজেনদের একাংশ রীতিমতো তাঁকে খোঁচাও দিয়েছেন। নাম না করে স্বস্তিকাকে কটাক্ষ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। ‘সুবিধাবাদী’ বলতেও ছাড়েননি তিনি। সে সবেরই জবাব দিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন,
'শুধু তাই নয়, স্বস্তিকা মনে করে আরও লেখেন, ‘ওহ আরেক টা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি।
আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কারিয়ার টা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলো ও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক। Thank you Srijit Mukherji for TEKKA. EX = প্রেম ধরে নিয়ে কষব।’
প্রসঙ্গত, কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র নাম না করে স্বস্তিকাকে আক্রমণ করে বলেছিলেন, ‘আমি রেড রোডে হাত নাড়তে নাড়তে যাইনি। যখন রাস্তায় শিক্ষা বসেছিল, তখন এই বড় বিপ্লবীরা মুখ খোলেননি তো। ওহ্ সেই বছরই তো পুজোর সময় তাঁরা হাত নেড়ে নেড়ে গেছিলেন।’
সেবার স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শ্রীলেখা। এখন স্বস্তিকার এহেন পোস্ট থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি সেই সব কটাক্ষেরই জবাব দিলেন অভিনেত্রী?