শেষ আপডেট: 15th June 2023 09:38
দ্য ওয়াল ব্যুরো: স্বস্তিকা মুখোপাধ্যায়, এই নামটা শুনলেই টলিপাড়া থেকে অনুরাগী সকলেই সন্ত্রস্ত। জীবনটাকে সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো যাপন করা এই অভিনেত্রী ছেড়ে কথা বলেন না কাউকেই সে ছবির প্রযোজক হন বা সহ অভিনেতা।
এবার কি তবে ফের চটলেন স্বস্তিকা? রাগী চোখে কার দিকে কটমট করে চেয়ে আছেন তিনি? এই প্রশ্নই জেগেছে স্বস্তিকার নতুন ছবিতে। বৃহস্পতিবার ১৫ জুন টুইটারে একটি রাগত মুখের ছবি আপলোড করে অভিনেত্রী ক্যাপশন দেন, 'আমার সবচেয়ে প্রিয় রাগী মুখের ছবি'। সেই সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে তাঁর কপালে একটি কাটা দাগ।
শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসে পার্বতীর কপালে যেমন কাটা দাগ দিয়েছিল ব্যর্থ প্রেমিক দেবদাস ঠিক তেমনই একটি দাগ রয়েছে তাঁর কপালে, বলছেন অভিনেত্রী। অন্যান্য ছবির মতোই এই ছবিতে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। রাগী মুখেও যে অভিনেত্রী একেবারে অন্যরকম, জানিয়েছেন অনেকেই।
প্রসঙ্গত, এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন স্বস্তিকা। 'শিবপুর' ছবিতে অভিনয় করলেও এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে যাননি তিনি। স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি শহরে থাকলেও যেতেন না এই অনুষ্ঠানে। অভিনেত্রীর অভিযোগ ছিল এই ছবির প্রযোজক তাঁকে যৌন হেনস্থা করেছেন। বিষয়টি এত দূর গড়ায় যে ওই ছবির প্রযোজক তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্তকে। বলা বাহুল্য, তারপরেও রাগ কমেনি অভিনেত্রীর।
ট্রেলারে না যাওয়া সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে মুখ খোলার কারণে স্বস্তিকাকে যে অনেকেই রাগী বলে থাকেন, এই ছবিতে যেন তাঁদের ভাবনাকেই আরও একটু উস্কে দিলেন তিনি।
রাইমা-বিবেক যুগলবন্দি! বিতর্কিত পরিচালকের নতুন ছবিতে বাঙালি কন্যা