শেষ আপডেট: 13th June 2023 17:38
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন কিছুতেই 'শিবপুর'-এর দুয়ার থেকে সরছে না। প্রথমে ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে যৌন হেনস্থা, কখনও পরিচালকের বিরুদ্ধে কাজে অসহায়তার অভিযোগ প্রযোজকের, সবমিলিয়ে সিনেমা মুক্তির আগে থেকেই খবরের শিরোনামে পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই 'শিবপুর'। যদিও এত বিতর্ক ইচ্ছাকৃত গিমিক বলে অনেকে মনে করলেও, স্বস্তিকা কিন্তু সেই যৌন হেনস্থার ঘটনাকে সামনে রেখেই সিনেমার যাবতীয় অনুষ্ঠান, প্রচার এড়িয়ে যাচ্ছেন।
মঙ্গলবার ছিল 'শিবপুর' ছবির ট্রেলার লঞ্চ। দক্ষিণ কলকাতার কসবার এক ক্যাফেতে সেই অনুষ্ঠান আয়োজন করেছিলেন নির্মাতারা। সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন স্বস্তিকা। সেই নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন অভিনেত্রী। যেখানে সেই যৌন হেনস্থার কথাই তুলে ধরা হয়েছে। এবং সেই ঘটনার পর অন্যান্য প্রযোজকদের সঙ্গেও যে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে, সেটাই ওই পোস্টের ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে।
স্বস্তিকা লিখেছেন, "আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে একথা বলছি, যারা গত কয়েকদিন ধরে আমাকে ফোন এবং মেসেজ করে জানতে চাইছিলেন যে আমি 'শিবপুর' ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত হব কি না। না, আমি যাব না। আমি কলকাতায় নেই। তবে শহরে থাকলেও যেতাম না। কেউ যদি এ বিষয়ে অন্য কথা বলে থাকেন, তাহলে মিথ্যা বলছে।"
এরপর অভিনেত্রী আরও লেখেন, "যৌন হয়রানি কোনও রসিকতার বিষয় নয় এবং এর জন্য কোনও ক্ষমাও নেই। প্রযোজকরা মনে করতেই পারেন যে, এখন সবকিছুই ঠাণ্ডা হয়ে গিয়েছে এবং ঠিকঠাক আছে। কিন্তু এটা কোনওদিনই হবে না। তবে 'শিবপুর' আমার ছবি এবং আমি অবশ্যই সেই ছবির ট্রেলারটি শেয়ার করব। ধন্যবাদ।"
তবে স্বস্তিকা একা নন। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যও। জানা গিয়েছে, তিনি নাকি এখানে আসার জন্য আমন্ত্রণই পাননি। অরিন্দম জানান, "আমি কলকাতাতেই আছি। হয়তো অন্য ছবির কাজে ব্যস্ত আছি। কিন্তু আমন্ত্রণ পেলে অবশ্যই যেতাম। যদিও প্রযোজনা সংস্থার এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হয়েছে।
'শিবপুর' কাণ্ডে সহ-প্রযোজককে পাশে পেলেন স্বস্তিকা, ছবি থেকে সরছে অভিযুক্তর নাম