শেষ আপডেট: 18th January 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: কাছের মানুষদের কাছে অভিমানটাও যেন বড্ড বেশি হয়। সেটা প্রেমিক হোক বা মা-বাবা। আর সেই মানুষটা যদি আমাদের জীবনে না থাকে তাহলে যেন তাঁদের স্মৃতি আমাদের আরও তাড়া করে বেড়ায়। ঠিক যেমন স্বস্তিকাকে করে বেড়ায় তাঁর বাবা সন্তু মুখার্জির স্মৃতি।
অভিনেতা সন্তু মুখার্জি স্বস্তিকাকে ছেড়ে চলে গেছেন আজ চার বছর হল। গত ১৩ই জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে মেয়ে তাঁর বাবাকে খোলা চিঠি লিখলেন। সেই চিঠি পড়ে যে কারও মন ভারাক্রান্ত হয়ে উঠবে। রইল সেই চিঠি।
'যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এস কিন্তু। তোমার কথা রোজ মনে পড়ে, অবশ্য পড়ার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ। তোমার ফেলে যাওয়া আসবাবপত্র, তোমার চশমা, বই পত্তর, জামাকাপড় সব যেমন ছিল তেমনি আছে। গুছিয়ে রেখেছি। খালি মনে হয় কখনও যদি ফিরে আস আর কিছু খুঁজে না পাও, যদি ভাবো তোমায় ভুলে গেছি, তোমার কোনও চিহ্ন নেই আর, ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি।
আগে মরে যাওয়ার কথা ভাবলে ভয় হত, এখন আর হয় না, ভাবি মরে গেলে আবার তোমাকে আর মা কে দেখতে পাব।
আগে তুমি প্রায়শই স্বপ্নে আসতে, অনেক কাল আর আস না। একদিন এস বাবা, তোমায় অনেকদিন দেখিনি। তোমার পরা জামাগুলো থেকে ঘামের গন্ধটা মুছে গেছে, তাই তোমার প্রিয় পারফিউমগুলো মাঝেমাঝে মাখি, মনে হয় এই বুঝি তুমি বাড়ি ফিরলে, এই বুঝি আমায় ডাকবে। তোমার মতন করে কেউ আমায় ডাকে না।
কত ঘ্যানঘ্যান জমে আছে, তাড়াতাড়ি দেখা করো।
তোমার গায়ে পড়ে থাকব, অনেক গল্প করব। এক হাজার কথা জমে আছে।'
বাবার বড় আদরের মেয়ে ছিলেন অভিনেত্রী। বাবাকে হারিয়ে ফেলার পর যেন অনেকটা শূন্যতা গ্রাস করে তাঁকে। বাবাকে তাঁর মনে পড়ে মাঝেমধ্যেই। তাঁর মনের খবর মাঝেমধ্যেই পাওয়া যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকার ছবি 'বিজয়ার পরে'। ২০২৩এ কলকাতা চলচিত্র উৎসবে ছবিটি দেখানোও হয়েছিল। আপাতত প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে।