শেষ আপডেট: 5th October 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: ভাল নেই শহর, ভাল নেই কারও মন। শহরেরই এক নির্যাতিতার জন্য কোমড় বেঁধে লড়াই করছে সকলে। একদিকে লড়াই চলছে অন্যদিকে পিছু ছাড়ছে না ট্রোল। এই নিয়ে বিরক্ত বহু মানুষ। তালিকায় রয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ছবি 'টেক্কা'-র পোস্টার সামনে আসার সঙ্গে সঙ্গেই ট্রোলের শিকার হন অভিনেত্রী। যা পাশ কাটিয়ে গেলেও বিষয়টি যে ভালভাবে নেননি তা বুঝিয়ে দিয়েছেন। সেসব কথাই উঠে এল দ্য ওয়ালের সঙ্গে আড্ডায়।
আর জি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী। কথা বলেছিলেন নির্যাতিতার বিচার চেয়ে। সেই তিনিই যখন কিছুদিন পর কাজে ফেরেন, পরেন আক্রমণের মুখে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল কম হয়নি। এনিয়েই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বলেন, 'গোড়া থেকে মানসিকার পরিবর্তন প্রয়োজন। শুধু মেয়েদের দেখলে ছেলেরা টার্গেট করছে এমন না। মেয়েরাও মেয়েদের নিয়ে কথা বলছে। কোথাও গিয়ে মনে হয়, এদের যা ইচ্ছে বলা যায়। বিশেষ করে বিনোদন জগতের লোকজনের সঙ্গে হচ্ছে। শুধু বাংলায় নয়। গোটা দেশে।'
সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী। চোখ এড়িয়ে যায় না কিছুই। সম্প্রতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের সন্তান হওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে যা হয়েছে, তার তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, 'বাচ্চা হওয়ার পর যেভাবে তাদের টার্গেট করা হল। হিরো-হিরোইনরা স্টার হতে পারেন কিন্তু তারা তো মানুষ। কারও বাবা-মাও। বাচ্চা হচ্ছে এটা একটা উৎসবের ব্যাপার। বাচ্চা হচ্ছে সেখানেও তাকে আক্রমণ করা হচ্ছে। মানসিকতা কোথায় গেছে।'
এই প্রসঙ্গেই উঠে আসে অপর্ণা সেন বা অমর্ত্য সেনের কথাও। বিভিন্ন ইস্যুতে তাঁদের করা প্রতিবাদ বা মন্তব্য অনেকেই ভালভাবে নেননি। নেটিজেনদের একাংশ পুরনো ইস্যু তুলে নতুন ইস্যুকে জুড়ে এমন বিশিষ্ট ব্যক্তিদের পর্যন্ত ট্রোল করতে ছাড়েনি। আর এই নিয়েই বেজায় চটেন অভিনেত্রী। স্পষ্ট ভাষায় জানান, 'হাবুদার সঙ্গে যেভাবে কথা বলি, নোবেল জয়ীয়ের সঙ্গেও সেভাবে কথা বলব! বা অপর্ণা সেনের মতো কারও সঙ্গেও সেভাবে কথা বলব?'
নিজের কথা প্রসঙ্গে স্বস্তিকার যুক্তি, 'আমাদের বোধটা, কোনটা বলা যায়, কোনটা বলা যায় না, কোনটা করা যায়, কোনটা করা যায় না। আমার রাগ ক্ষোভ যাই হোক, সেটা ব্যক্তিগত। আমি কাউকে কলুসিত করতে পারি না। অপর্না সেন তো শুধু একজন অভিনেত্রী নন, পরিচালক নন। ওঁর আন্তর্জাতিক স্তরে পরিচিতি রয়েছে। ওঁকে বারবার আক্রমণ করা হচ্ছে যে উনি পরিবর্তন চেয়েছিলেন। গোটা রাজ্য পরিবর্তন চেয়েছিল। ওঁর একার ভোটে তো পরিবর্তন আসেনি।'
তিনি আরও যোগ করেন, 'এই যে বোধগুলো ছিল, কাকে কী বলা যায়, কী বলা যায় না। সেটা হারিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার আগে পর্যন্ত ছিল। যাঁরা সমাজের একটা জায়গায় থাকে, তাঁরা অনেক পথ অতিক্রম করে সে জায়গায় পৌঁছয়। তাদের চাইলেই এটা ওটা বলা যায় না। আমি একজন নোবেল জয়ীর সঙ্গে যেভাবে কথা হাবুদার সঙ্গে কথা বলছি, অপর্ণা সেনকে নিয়েও কথা বলছি। আমি তো নিজেকে কোনও স্তরে রাখিই না। অপর্ণা সেনকে নিয়ে যেভাবে অ্যাটাক চলছে, আমার মনে হয় কেউ কী ওঁর কাজ দেখেছে? কেউ জানে, চেনে? বিষাক্ত হয়ে আছে পরিবেশ।'
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও ভাল নয় তাই প্রয়োজনে থেরাপি করাতে হয় অভিনেত্রীকে। অকপটে স্বীকার করেন সেকথা। বলেন, 'যাদের জীবন অনলাইনে জড়িত, মানসিক ভাবে সুস্থ থাকতে আমাদের হেল্প দরকার। আমরা খুবই অদ্ভুত একটা পরিস্থিতিতে রয়েছি। আমি সুস্থ থাকতে থেরাপিতে যাই। নর্দমা নিয়ে ঘুরছি ফোনে। সকালে ঘুম থেকে উঠেই সেটা দেখি। কীভাবে কন্ট্রোল করা যাবে। এগুলো তো বিরক্তির কারণ।'
পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর ছবি টেক্কা। শ্রীজিত মুখার্জির সঙ্গে তাঁর ছবি। প্রচারে বেরিয়ে নিজেদের প্রেম নিয়ে স্পষ্ট কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। শোনা যায় আরও অনেক বিষয়ে কথা বলতে। সেসব নিয়ে হচ্ছে ট্রোলও। যদিও ডোন্ট কেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে চলেছেন তিনি। এই মুহূর্তে মনোযোগ দিয়েছেন কাজেই।