শেষ আপডেট: 20th September 2024 15:30
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বরাবর রাস্তায় নেমেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়েদের রাত দখল থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে স্লোগান তুলেছেন অভিনেত্রী। বরাবর স্পষ্টবাদী স্বস্তিকা সরব হয়েছেন যে কোনও পরিস্থিতিতে। যে কোনও ঘটনায়। এবার ফের রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তিনি।
বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাকা এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বস্তিকা। সেখান থেকেই অভিনেত্রী বলেন, 'একজন মহিলাকে গালাগাল দেওয়া হলে সবথেকে শ্রেষ্ঠ গালাগাল বেশ্যা কথাটা। আমরা যাঁরা সিনেমা জগতের সঙ্গে যুক্ত রয়েছি, তাঁদের বলাই হয় বেশ্যাবৃত্তি করে কেরিয়ার তৈরি করে। সিনেমা জগতে আমার ২৪ বছরের কেরিয়ারে এত বার আমায় বেশ্যা বলা হয়েছে যে আর এখন গায়ে লাগে না। সব গা সওয়া হয়ে গেছে। শুধু আমি নই, আমার মতো হয়তো এরকম কথা অনেকেই শুনেছেন'।
স্বস্তিকা আরও বলেন, 'গত কয়েক বছরে নতুন ধরনের কটাক্ষ এসেছে মার্কেটে। মেয়েদের নিয়মিত স্লাট শেমিং করা হয়। এখন লোকজন কাকিমা, আন্টি, মাসিমা, এসবকে গালাগাল বলে ধরে নিচ্ছে। এখনও বুঝে উঠতে পারি না সম্পর্কের এই নামগুলো কী করে গালাগাল হিসেবে ধরে নিচ্ছে। রোজ সকালবেলা এসব গালাগাল শুনছি অথচ এখনও দিদি শব্দটা কেউ গালাগাল হিসেবে দেখছে না। এটাও কবে গালাগাল হয়ে উঠবে জানা নেই।'
এতেই থেমে থাকেননি অভিনেত্রী। কয়েকদিন আগে টলি অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্যকে নিয়ে কুণাল ঘোষ এবং দেবাংশুর মন্তব্যের বিরোধিতা করে স্বস্তিকা বলেন, 'এঁরা নাকি সরকারের মুখপাত্র। বদন বিগড়ে গেছে- এই ধরনের কথা বলবেন কেন?'
এরপরই স্লোগান প্রসঙ্গ উঠে আসে অভিনেত্রীর কণ্ঠে। তাঁর কথায়, 'আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজাদি স্লোগান তুলেছি মানেই আমায় সিপিএম বলে দাগিয়ে দেওয়া হল। কখনও আমি তৃণমূল, কখনও আমি সিপিএম। একবার তো নকশাল বলেও আমায় ডাকা হয়েছিল। এই স্লোগান কি কারও বাপের সম্পত্তি?'
কুণাল-দেবাংশুতেই থেমে থাকেননি সন্তুকন্যা। মুখ্যমন্ত্রীর 'এক মাস হয়ে গেছে উৎসবে ফিরুন' প্রসঙ্গ তুলে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, 'এই সব লজিকে গেলে তো স্বাধীনতা, প্রজাতন্ত্র দিবস, ২১ জুলাইও সেলিব্রেট করা উচিত নয়। কারণ এসব অনেকদিন আগেই হয়ে গেছে'।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে হেসে ছবি তুলেছিলেন বলে কটাক্ষের শিকার হন স্বস্তিকা। তারও চাঁচাছোলা জবাব আগেই দিয়েছিলেন তিনি। এবার প্রেসিডেন্সির মঞ্চ থেকেও সেই একই সুর অব্যাহত রাখলেন প্রতিবাদি অভিনেত্রী।