শেষ আপডেট: 4th October 2024 20:13
দ্য ওয়াল ব্যুরো: আর জি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ধর্ষণ ও খুনের নৃশংসতা দেখে শিউরে উঠেছেন বহু মানুষ। নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছে শহর। নিরাপত্তার জন্য লড়াই নিজেরাই বুঝে নিয়েছেন মহিলারা। এই পরিস্থিতি সমস্ত স্তরের মানুষের মনে দাগ কেটেছে তো বটেই চিন্তা বাড়িয়েছে বাবা-মায়েদেরও। সন্তান কোনও বিপদে পড়েনি তো! এই চিন্তায় আতঙ্কে দিন কাটছে তাঁদের। বাদ যাচ্ছেন না সেলেবরাও। তাঁরাও তো কারও মা, কারও বাবা। নতুন ছবি নিয়ে কথা বলতে গিয়ে সেই 'মাতৃত্ববোধ'-ই বেরিয়ে এল স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখে।
আর জি করের ঘটনার প্রতিবাদে তিনিও পথে নেমেছিলেন। আওয়াজ তুলেছিলেন। ট্রোল হয়েছেন। ছবি মুক্তি নিয়েও শুনেছেন গুচ্ছের ট্যারাব্যাকা কথা। কিন্তু প্রত্যেক কথার যথোপযুক্ত জবাব দিয়েছেন প্রথম থেকে। আর জি কর ঘটনা তাঁকে কতটা ধাক্কা দিয়েছে তা উঠে এল দ্য ওয়ালের সঙ্গে আড্ডায়।
আর জি কর নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'মেয়ে ফোন করলে প্যানিক অ্যাটাক আসে এখন। ফোন বাজছে দেখেই প্যানিক। আগে কম ছিল। আর জি করের ঘটনা এমন ভাবে ট্রিগার করেছে, এখন ফোনটা বাজলেই মনে হচ্ছে কী হল। এটা কোনও বিপদের বার্তা দেওয়ার ফোন না তো! ক্রাইসিস ফোন না তো।'
মেয়ে থাকেন বিদেশে। কাজের মাঝে সুযোগ পেলে পৌঁছে যান সেখানে। জমিয়ে উপভোগ করেন মেয়ের সঙ্গ। শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়ও। ফিরে এলেই এক রাশ মন খারাপ ও আতঙ্ক। স্বস্তিকা বলেন, 'আমি একা মা। মেয়ে এত দূরে থাকে, চিন্তা হওয়া স্বাভাবিক। কিন্তু এখন বিষয়টা পাল্টেছে। ফোন আসলেই ভয়। হয়তো আমি দেখাচ্ছি না। দেখে কেউ বুঝবে না। কিন্তু ফোনটা বাজলেই আগে মাথায় আসছে এটা ক্রাইসিস কল না তো।'
সেলেব হলেও তিনি তো একজন মা। তাঁর কথায় বার বার ফুটে ওঠে সেদিকটা। তুমি মায়ের মতোই ভাল.. সেলেব অভিনেত্রী ঠিক তাই। তাঁর কথায়, 'আমার যে এই চিন্তা হচ্ছে, এটা বোধহয় সব বাবা-মায়েদেরই হচ্ছে। বিশেষ করে যাদের সন্তান শহরের বা দেশের বাইরে থাকে।'
আর জি করের প্রভাব নিয়ে বলতে গিয়ে অভিনেত্রীর কথা, 'আগে ছেলেমেয়েরা বাইরে পড়তে গেলে যেমন একটা স্বতঃস্ফূর্ততা ছিল, এখন সেটা আর নেই। আগের পরিস্থিতি আর এখনের মধ্যে বিরাট ফারাক আছে।'
পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির ছবি 'টেক্কা।' মুখ্য চরিত্র, একজন মায়ের চরিত্রেই দেখা যাবে রিয়েল লাইফের এই মাকে। সেই নিয়ে প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। কিন্তু প্রশ্ন যখন তাঁর মেয়ে, সব কাজের ফাঁকে সে কেমন আছে, কী পরিস্থিতিতে আছে, খোঁজ নিতে ভোলেন না তিনি।