শেষ আপডেট: 6th July 2023 09:08
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার মুক্তি পেয়েছে 'শিবপুর'। ছবিটি শ্যুটিংয়ের মাঝপথ থেকেই বিতর্কের কেন্দ্রে। এক প্রযোজকের বিরুদ্ধে ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে যৌন হেনস্থার অভিযোগ, এরপর তাঁর বেরিয়ে যাওয়া, সর্বোপরি ছবির পরিচালককেও একেবারে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এত বিতর্কের জেরে ছবির প্রচার পর্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। আর এবার ছবি মুক্তির পর সিনেমার প্রযোজক অজন্তা সিংহ রায়ের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ আনলেন।
দিনদুয়েক আগেই দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে নিজের অভিনীত ছবি দেখতে গিয়েছিলেন স্বস্তিকা। সাধারণ দর্শকদের সঙ্গে বসেই 'শিবপুর' দেখেন। এরপর বৃহস্পতিবার সকালে ফেসবুকে মারাত্মক অভিযোগ আনেন প্রযোজকের বিরুদ্ধে। অভিনেত্রী বলেন, "কীভাবে পরিচালক আর প্রযোজকের ইগোর লড়াই একটা ছবির চোদ্দটা বাজতে পারে, 'শিবপুর' তার জ্বলন্ত উদাহরণ।"
স্বস্তিকা লিখেছেন, "পরিচালক বাদ পড়লেন, প্রযোজক অজন্তা সিংহ রায় কোথা থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে গেলেন জানিনা। একদিন শ্যুটিংয়ে এসেছিলেন কেক কাটতে, তাও আবার ছবির শেষ দিনে। তা ছাড়া দেখিনি ওঁকে। তিনিও একটা গাল ভরা টাইটেল পেয়ে গেলেন। টাকা লাগিয়েছেন যখন, যা ইচ্ছে করাই যায়।"
ছবির সম্পাদনা নিয়েই স্বস্তিকার মূল অভিযোগ। অভিনেত্রী আরও লেখেন, "আমি জানিনা এক এডিটরকে এভাবে সম্পাদনা করতে বলেছেন। উনি একাই সিদ্ধান্ত নিয়েছেন কিনা, সে সম্পর্কেও আমার তেমন ধারণা নেই। পরিচালক আদৌ ছবিটির সম্পাদনা নিয়ে কাজ করতে পেরেছেন কিনা ভগবান জানে। আমি শুধু এটুকু জানি, ছবিটিতে সবার অসাধারণ অভিনয় ছিল, দারুণ ক্যামেরার কাজ ছিল। কিন্তু কোথা থেকে কী হয়ে গেল, জানা গেল না।"
টলিউডে অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে বহুবার একাধিক প্রযোজকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বলা হয়, এই কারণেই নাকি বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন প্রযোজক আসেন না। এবার স্বস্তিকা পাল্টা দিয়ে বললেন, "নতুন প্রযোজকরা নিশ্চয়ই আসবেন। কিন্তু এসে পরিচালক হয়ে ছবির গুষ্টির পিন্ডি চটকাবেন, এটাই আশঙ্কাজনক। সবার উপরে আজ অহঙ্কারের জয় হল। এভাবে সিনেমাটিকে নষ্ট করার জন্য ধন্যবাদ।"
উল্টোরথে জগন্নাথ দর্শন স্বস্তিকার! ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেত্রী