শেষ আপডেট: 25th September 2023 15:32
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker) একটি পোস্ট করেন। সেখানেই তিনি শোনালেন সুখবর। জানালেন ফাহাদ (Fahad Ahmad) ও তাঁর সংসারে নতুন অতিথি আগমনের কথা। সেইসঙ্গে স্বামী ফাহাদ ও মেয়ের ছবিও পোস্ট করেন। কী নাম রেখেছেন মেয়ের তাও জানান অভিনেত্রী।
গত ১৬ ফেব্রুয়ারি প্রেমিক ফাহাদ আহমেদের সঙ্গে চুপিচুপি বিয়ে সেরে ফেলেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। আর তার ঠিক চার মাসের মাথাতেই সুখবর শুনেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি সন্তানসম্ভবা। সোমবার সন্ধ্যায় সেই সোশ্যাল মিডিয়াতেই জানালেন, 'কন্যা সন্তানের মা হয়েছেন!' শুধু তাই নয়, মেয়ের নাম কী রেখেছেন সেটাও জানিয়ে দেন অভিনেত্রী।
স্বরা ভাস্করের বিয়ের খবর এসেছিল একেবারেই আচমকা। মহারাষ্ট্র যুব সমাজবাদী পার্টির ইউনিট প্রেসিডেন্ট ফাহাদকে রেজিস্ট্রি বিয়ে করার পরই সেই খবর জানিয়েছিলেন স্বরা। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু সেটা এতটাই গোপনে যে বলিউড বা রাজনৈতিক শিবিরে কোনও খবর ছিল না। কয়েক মাস চুটিয়ে প্রেম করার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দু’জনে।
স্বরা ও ফাহাদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে হয় দু’জনের।মার্চ মাসে সামাজিক অনুষ্ঠান করে সাত পাকে বাঁধা পড়েন দম্পতি। সেই পরিবারে এবার নতুন অতিথির আগমন হল। স্বরা জানিয়েছেন, মেয়ের নাম রেখেছেন রাবিয়া।
আরও পড়ুন: ১০০০ কোটির ক্লাবে জওয়ান, শাহরুখ তৈরি করলেন নয়া বেঞ্চমার্ক!